Raw Milk for Skin: প্রসাধনীর ভিড়ে ত্বকের জন্য সেরা কোনটি বাছতে পারছেন না? সব ছেড়ে দুধ মাখুন

megha |

Jun 14, 2024 | 1:31 PM

Summer Skin: কাঁচা দুধের মধ্যে ভিটামিন এ এবং বি রয়েছে, যা ত্বকের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। ত্বকের উপর কাঁচা দুধ প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে। এটি ত্বককে পরিষ্কার করার পাশাপাশি ত্বককে নরম করে তোলে। কমায় বলিরেখা, দাগছোপের সমস্যা। প্রতিরোধ করে অকাল বার্ধক্য।

Raw Milk for Skin: প্রসাধনীর ভিড়ে ত্বকের জন্য সেরা কোনটি বাছতে পারছেন না? সব ছেড়ে দুধ মাখুন

Follow Us

বাজারে প্রায় যত ধরনের প্রসাধনী পাওয়া যায়, তার মধ্যে কিছু পণ্য আপনি নিশ্চয়ই ব্যবহার করেছেন। আবার অ্যালোভেরা জেল থেকে শুরু করে বেসন, হলুদ সবই মেখেছেন। ত্বকের আর্দ্রতা ধরে রেখেছে কোন উপাদান? গরমে অয়েল-ফ্রি, হালকা ময়েশ্চারাইজার ছাড়া ব্যবহার করা যায় না। এতে ত্বকে তৈলাক্ত ভাব বাড়ে এবং ঘাম বেশি হয়। তাই এমন উপাদান দিয়ে ত্বকের যত্ন নিতে হবে, যা আর্দ্রতা ধরে রাখে এবং ত্বককে কোমল ও নরম করে তোলে। আর এই কাজটা কাঁচা দুধের চেয়ে ভাল ভাবে কেউ করতে পারে না।

কাঁচা দুধের মধ্যে ভিটামিন এ এবং বি রয়েছে, যা ত্বকের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। ত্বকের উপর কাঁচা দুধ প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে। এটি ত্বককে পরিষ্কার করার পাশাপাশি ত্বককে নরম করে তোলে। কমায় বলিরেখা, দাগছোপের সমস্যা। প্রতিরোধ করে অকাল বার্ধক্য। এছাড়া কাঁচা দুধের মধ্যে থাকা ল্যাক্টিক অ্যাসিড, ত্বকে উপর জমে থাকা ব্যাকটেরিয়া, ময়লা পরিষ্কার করে এবং ত্বকের প্রদাহ কমায়। ত্বকের যত্নে কীভাবে কাঁচা দুধ ব্যবহার করবেন, দেখে নিন।

ক্লিনজার: কাঁচা দুধের মধ্যে তুলোর বল ডুবিয়ে নিন। এবার এই তুলোর বল দিয়ে কাঁচা দুধ মুখে মেখে নিন। ১০-১৫ মিনিট রেখে ঈষদুষ্ণ জল দিয়ে মুখে ধুয়ে নিন। এটি ত্বকে জমে থাকা সমস্ত টক্সিন পরিষ্কার করে দেবে।

স্ক্রাব: ২ চামচ কাঁচা দুধের সঙ্গে ১ চামচ চালের গুঁড়ি মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে ত্বকের উপর স্ক্রাব করুন। ১০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এই এক্সফোলিয়েটর ত্বকের উপরিতলে জমে থাকা ময়লা, জীবাণুর পাশাপাশি মৃত কোষও পরিষ্কার করে দেবে।

টোনার: ২ চামচ কাঁচা দুধের সঙ্গে ১ চামচ গোলাপ জল মিশিয়ে নিন। এই মিশ্রণটি স্প্রে বোতলে ভরে মুখে মাখুন। এই হোমমেড টোনার ত্বকের পিএইচ স্তরের মাত্রা বজায় রাখবে এবং ত্বককে হাইড্রেটেড রাখবে। এতে ত্বক তরতাজাও থাকবে।

ফেসপ্যাক: ২ চামচ কাঁচা দুধের সঙ্গে ১ চামচ মধু ও হলুদ মিশিয়ে মুখে মাখুন। ২০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বককে হাইড্রেটেড রাখবে এবং ত্বকের প্রদাহ কমাবে।

Next Article