Raisin Water: ব্রণ,অ্যালার্জি, ফুসকুড়িতে জেরবার ত্বক? ভরসা রাখুন কিশমিশে

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Reshmi Pramanik

Updated on: Mar 27, 2023 | 7:19 PM

Skin Care Tips: এই ভাবে কিশমিশের জল দিয়ে বানিয়ে নিন টোনার। কমবে ব্রণর সমস্যা

Mar 27, 2023 | 7:19 PM
হঠাৎ গরম কমে যাওয়ায় অনেকেই মুখে অ্যালার্জি, ফুসকুড়ির নানা সমস্যায় ভুগছেন। গরমে দূষণে, ঘামে ত্বকে এমনিতেই প্রচুর র‍্যাশ বেরোয়।

হঠাৎ গরম কমে যাওয়ায় অনেকেই মুখে অ্যালার্জি, ফুসকুড়ির নানা সমস্যায় ভুগছেন। গরমে দূষণে, ঘামে ত্বকে এমনিতেই প্রচুর র‍্যাশ বেরোয়।

1 / 8
 সব সময় ওষুধ খেলে কিংবা ক্রিম মাখলেই যে কাজ হয়ে যায় এরকমটা একেবারেই নয়। বরং এইভাবে ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়।

সব সময় ওষুধ খেলে কিংবা ক্রিম মাখলেই যে কাজ হয়ে যায় এরকমটা একেবারেই নয়। বরং এইভাবে ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়।

2 / 8
এই সব অ্যালার্জি একবার চুলকে দিলে মুখে দাগ থেকে যায়। আর তাই ভরসা রাখুন রাখুন কিছু ঘরোয়া টোটকায়।

এই সব অ্যালার্জি একবার চুলকে দিলে মুখে দাগ থেকে যায়। আর তাই ভরসা রাখুন রাখুন কিছু ঘরোয়া টোটকায়।

3 / 8
রান্নার স্বাদ বাড়াতে কিশমিশের জুড়ি মেলা ভার। মুড়িঘন্ট, পায়েস, কোপ্তা, মালাইয়ের গ্রেভিতে কিশমিশ পড়লে স্বাদই আলাদা হয়। এছাড়াও খালিপেটে কিশমিশ ভেজানো জল খেলেও অনেক রকম ফল পাওয়া যায়।

রান্নার স্বাদ বাড়াতে কিশমিশের জুড়ি মেলা ভার। মুড়িঘন্ট, পায়েস, কোপ্তা, মালাইয়ের গ্রেভিতে কিশমিশ পড়লে স্বাদই আলাদা হয়। এছাড়াও খালিপেটে কিশমিশ ভেজানো জল খেলেও অনেক রকম ফল পাওয়া যায়।

4 / 8
কিশমিশের মধ্যে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ উপাদান। আছে ভিটামিন বি৬, ক্যালশিয়াম। এছাড়াও অক্সিডেন্টও ভরপুর রয়েছে কিশমিশে। যে কারণে নানা সংক্রমণ থেকেও রক্ষা করে কিশমিশ।

কিশমিশের মধ্যে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ উপাদান। আছে ভিটামিন বি৬, ক্যালশিয়াম। এছাড়াও অক্সিডেন্টও ভরপুর রয়েছে কিশমিশে। যে কারণে নানা সংক্রমণ থেকেও রক্ষা করে কিশমিশ।

5 / 8
আর তাই ত্বকের যত্নেও এবার থেকে কাজে লাগান কিশমিশ ভেজানো জল। ত্বকের সংক্রমণ রুখতে খুবই কার্যকরী কিশমিশ। ২ কাপ জলে ১৫০ গ্রাম কিশমিশ ভিজিয়ে রাখুন।

আর তাই ত্বকের যত্নেও এবার থেকে কাজে লাগান কিশমিশ ভেজানো জল। ত্বকের সংক্রমণ রুখতে খুবই কার্যকরী কিশমিশ। ২ কাপ জলে ১৫০ গ্রাম কিশমিশ ভিজিয়ে রাখুন।

6 / 8
প্রথমে কিশমিশ খুব ভাল করে ধুয়ে নিন। এবার দু কাপ মাপের জল নিয়ে তার মধ্যে কিশমিশ ঢেলে সারারাত ভিজিয়ে রাখুন। এই কিশমিশ ভেজানো জল ছেঁকে নিয়ে টোনার বানিয়ে নিন। এর মধ্যে মিশিয়ে দিন বড় ১ চামচ গোলাপ জল আর পাঁচ ফোঁটা লেবুর রস।

প্রথমে কিশমিশ খুব ভাল করে ধুয়ে নিন। এবার দু কাপ মাপের জল নিয়ে তার মধ্যে কিশমিশ ঢেলে সারারাত ভিজিয়ে রাখুন। এই কিশমিশ ভেজানো জল ছেঁকে নিয়ে টোনার বানিয়ে নিন। এর মধ্যে মিশিয়ে দিন বড় ১ চামচ গোলাপ জল আর পাঁচ ফোঁটা লেবুর রস।

7 / 8
বাকি কিশমিশ বেটে নিয়ে ওর মধ্যে ১ চামচ মধু, বেসন মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এবার এই প্যাক মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে নিন।

বাকি কিশমিশ বেটে নিয়ে ওর মধ্যে ১ চামচ মধু, বেসন মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এবার এই প্যাক মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে নিন।

8 / 8

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla