কোন ধরনের পোশাকের সঙ্গে বাকেট হ্যাট ভাল মানাবে?

কোন ধরনের পোশাকের সঙ্গে এই ধরনের টুপি ক্যারি করলে আপনাকেও দেখতে ভাল লাগবে, তারই সাজেশন দেওয়ার চেষ্টা করলাম আমরা।

কোন ধরনের পোশাকের সঙ্গে বাকেট হ্যাট ভাল মানাবে?
Follow Us:
| Updated on: Mar 15, 2021 | 4:33 PM

ফ্যাশন (fashion), এমন একটা বিষয়, যার নির্দিষ্ট কোনও সংজ্ঞা নেই। ২০ বছর আগে যেমন পোশাক পরলে হয়তো বাকিরা আপনার দিকে অবাক চোখে তাকাতেন, সেটাই হয়তো এখন ফ্যাশন ট্রেন্ড। আবার ৪০ বছর আগের পোশাকের কোনও বিশেষত্ব হয়তো নতুন করে ফিরে এল ফ্যাশন সংবিধানে। ঠিক তেমন উদাহরণ হিসেবেই বাকেট হ্যাটের কথা বলা যায়।

গরম পড়ছে শহরে। টুপির ব্যবহার বাড়বে। বিশেষত পুরুষদের একটা বড় অংশ ছাতার বদলে টুপি ব্যবহার করে রোদ্দুর থেকে নিজেদের রক্ষা করেন। আবার কখনও কখনও মহিলাদেরও টুপির ফ্যাশনে সাজতে দেখা যায়। এবার গরমে ট্রাই করুন বাকেট হ্যাট। রণবীর সিং বা ঈশান খট্টরের মতো বলি অভিনেতাদের বাকেট হ্যাটের ফ্যাশনে দর্শক দেখেছেন। কীভাবে অর্থাৎ কোন ধরনের পোশাকের সঙ্গে এই ধরনের টুপি ক্যারি করলে আপনাকেও দেখতে ভাল লাগবে, তারই সাজেশন দেওয়ার চেষ্টা করলাম আমরা।

আরও পড়ুন, ওপারার শো-এ মেগানের পোশাকের দাম নাকি গাড়ির দামের সমান!

১) যদি ক্যাজুয়াল ওয়্যার হয়, তাহলে শার্ট বা টপের রঙের সঙ্গে টুপির রং এক হলে ভাল লাগবে।

২) যদি বাকেট হ্যাটে কোনও রকম প্রিন্ট থাকে, তাহলে একরঙা জামা পরুন। কারণ জামা এবং টুপি দুটোই প্রিন্টেড হলে দেখতে ভাল লাগবে না।

৩) নিউট্র্যাল টোনের যে কোনও আউটফিটের সঙ্গে অ্যাকসেসেরিজ হিসেবে ক্যারি করতে পারেন বাকেট হ্যাট।

৪) যদি টুপি দিয়েই লাইমলাইটে থাকতে চান, তাহলে যে রঙেরই পোশাক হোক না কেন, উজ্জ্বল রঙের টুপি বেছে নিন।

৫) বেড়াতে গেলে স্কিনি জিনস, ট্যাঙ্ক টপের সঙ্গে মানানসই বাকেট হ্যাট ক্যারি করতে পারেন।

আরও পড়ুন, সবুজ শাড়ির ফ্যাশনে তিন বলি নায়িকা, আপনিও ট্রাই করবেন নাকি?