মহাকাশ বড় অদ্ভুর ঠাঁই। যার সমন্ধে এখনও বিশেষ কিছুই জেনে উঠতে পারেনি এই মনুষ্যজাতি। অনেকের ছোটবেলা থেকে সেই অজানাকে জানার ইচ্ছা থাকে। বড় হয়ে মহাকাশে যাওয়া, সেই রহস্যের সমাধান করা আজও বহু মানুষের স্বপ্ন। আপনারও যদি সেই ইচ্ছা থেকে থাকে, তাহলে সুযোগ করে দিচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)।
৭৫জন শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) প্রয়োজন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার। ইসরোর তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই। সেখানে এই বিষয়ে বিশদে সব তথ্য প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুসারে বিভিন্ন বিষয়ে স্নাতক হয়েছেন, কিংবা দ্বাদশ উত্তীর্ণ হয়েছেন এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই)-এর কোর্স সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা শিক্ষানবীশ হিসাবে কাজের জন্য আবেদন করতে পারবেন।
বেছে নেওয়া প্রার্থীদের ‘ট্রেড অ্যাপ্রেন্টিস’, ‘টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস’ এবং ‘গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস’ হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন সরকারি নিয়ম অনুযায়ী অ্যাপ্রেন্টিসেরা ৭০০০-৯০০০ টাকা অবধি সাম্মানিক দক্ষিণা দেওয়া হবে। মোট এক বছরের জন্য তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুসারে, প্রশিক্ষণ নিতে আগ্রহীদের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। তার বেশি বয়সীরা আবেদন করতে পারবেন না। আবেদনকারীদের স্নাতক স্তরে, দ্বাদশের পরীক্ষায় এবং আইটিআই কোর্সে প্রাপ্ত নম্বরের নিরিখে বেছে নেওয়া হবে বলে জানিয়েছে ইসরো।
আগ্রহীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২১ এপ্রিল। নিযুক্তদের বেঙ্গালুরু, লখনউ এবং শ্রীবিজয়পুরমের দফতরে প্রশিক্ষণ দেওয়া হবে। এই বিষয়ে আরও তথ্য চাইলে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।