রান্নাঘরের এই পাঁচ জিনিস আপনার ত্বক রাখবে মোলায়েম, বাড়াবে ঔজ্জ্বল্য

Dec 20, 2020 | 6:09 PM

নিজের জন্য প্রতিদিন ২০ থেকে ৩০ মিনিট সময় দিলেই ত্বকের উজ্জ্বলতা ফিরে পাবেন আপনি।

রান্নাঘরের এই পাঁচ জিনিস আপনার ত্বক রাখবে মোলায়েম, বাড়াবে ঔজ্জ্বল্য
কম খরচে বাড়ির জিনিস দিয়েই নিমেষে ত্বকের যত্ন নিতে পারেন আপনি।

Follow Us

রোজ যাঁরা কর্মসূত্রে বাইরে বেরোন ঘরোয়া উপায়ে ‘স্কিন কেয়ার’ তাঁদের জন্য খুবই উপকারী। কম খরচে বাড়ির জিনিস দিয়েই নিমেষে ত্বকের যত্ন নিতে পারেন আপনি। নিজের জন্য প্রতিদিন ২০ থেকে ৩০ মিনিট সময় দিলেই ত্বকের উজ্জ্বলতা ফিরে পাবেন আপনি।

কী কী জিনিস দিয়ে রূপচর্চা করবেন আপনি?

১। হলুদ- ঘরোয়া পদ্ধতিতে ফেসপ্যাক বানাতে হলুদ সবচেয়ে বেশি কাজে লাগে। অল্প ময়দা বা বেসনের সঙ্গে সামান্য হলুদ আর অলিভ অয়েল মিশিয়ে ফেসপ্যাক তৈরি করতে পারেন। মিশিয়ে নিতে পারেন সামান্য অ্যালোভেরা রস। আপনার ত্বকের ট্যান দূর হবে এই ফেসপ্যাক মাখলে। কয়েকদিন এই ফেসপ্যাক মাখলে কালো দাগ-ছোপ, মেচেতার দাগও মিলিয়ে যাবে।

২। চালের গুঁড়ো- বডি স্ক্রাবের জন্য চালের গুঁড়ো, অল্প হলুদ আর সামান্য অলিভ অয়েল দিয়ে প্যাক বানিয়ে নিন। স্নানের আগে সপ্তাহে ২ থেকে ৩ দিন এই স্ক্রাব ব্যবহার করুন। বডি ট্যান দূর হবে।

৩। ডার্ক সার্কেল বা মুখের ট্যান দূর করতে টমেটো আর শশার রস খুবই উপকারী। চাইলে আলুর রসও মাখতে পারেন। এর ফলে দাগ-ছোপ দূর হবে।

৪। চা-পাতা- গ্রিন টি কিংবা কফির গুঁড়ো দিয়ে ফেসপ্যাক বানিয়ে তা মুখে মাখলে ট্যান এবং ডার্ক সার্কেল দূর হবে। মুখের ঔজ্জ্বল্য ফিরবে এবং আপনাকে দেখতে ফ্রেশ লাগবে। এছাড়াও যাঁদের চুল রুক্ষ এবং শুষ্ক তাঁরা শ্যাম্পু করার পর চায়ের লিকারের সঙ্গে অল্প লেবুর রস মিশিয়ে চুল ধুয়ে নিন। এর ফলে চুলের উজ্জ্বলতা বাড়বে। চুল নরম হবে।

৫। মধু- শীতকালে ত্বকের যত্নে মধু খুবই উপকারী। ঠোঁট ফেটে গেলে পুরু করে মধু লাগিয়ে রাখুন। ফল পাবেন হাতেনাতে।

Next Article