কলা খেয়ে খোসা ফেলে দিচ্ছেন? এর অন্য ব্যবহার জানলে অবাক হবেন

আকাশ মিশ্র |

Jan 29, 2025 | 8:39 PM

কলা খেয়ে তার খোসা ফেলার আগে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ে ফেলুন। আজ থেকেই ট্রাই করুন কলার খোসার এসব ব্যবহার।

কলা খেয়ে খোসা ফেলে দিচ্ছেন? এর অন্য ব্যবহার জানলে অবাক হবেন
Image Credit source: Social Media

Follow Us

কলা খেতে কমবেশি সবাই ভালবাসে। কলা দিয়ে নানারকম সুস্বাদু রেসিপিও অনেকে তৈরি করে থাকেন। কিন্তু যদি জানতে পারেন, যে শুধু কলা নয়, কলার খোসাও কাজে আসে! হ্য়াঁ, কলা খেয়ে তার খোসা ফেলার আগে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ে ফেলুন। কলার খোসার নানা ব্যবহার জানলে হতবাক হবেন।

শুধু কলা নয়। কলার খোসা ত্বকের জন্য খুবই উপকারি। যাঁরা শুষ্ক ত্বকের সমস্যায় ভুগছেন, তাঁরা কিন্তু রাতে শোয়ার আগে কলার খোসা মুখে ঘষে নিতে পারেন। সাতদিন এটা করে চলুন, দেখবেন, ত্বক ঝলমলে হয়ে উঠছে।

যাঁরা ঠোঁট ফাটার সমস্যায় ভুগছেন, তাঁরা রাতে শোয়ার আগে ঠোঁটে ঘষে নিন কলার খোসা। দেখবেন, এতে ঠোঁট উজ্জ্বলও হবে। সমস্যাও মিটবে।

বারান্দায় রাখা গাছের পাতা অনেক সময়ই নোংরা হয়ে যায়৷ কিন্তু বেশি জল দিয়ে পাতাগুলি পরিষ্কার করলে,তা গাছের ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে৷ তাই গাছের পাতা পরিষ্কারের জন্য ব্যবহার করতে পারেন কলার খোসা৷ এভাবে পাতাগুলি পরিষ্কার যেমন হবে, তেমনই ধুলো-ময়লা গাছের পাতায় জমার সম্ভাবনাও কম৷

দিন দিন দাঁত হলদে হয়ে পড়ছে? দাঁতকে ধবধবে রাখতে কলার খোসার কোনও বিকল্প নেই৷ দাঁত পরিষ্কার করার জন্য মাজনের চেয়েও বেশি কাজে দেয় কলার খোসা৷ রাতে শোয়ার আগে কলার খোসা দিয়ে দাঁত মেজে নিন। দেখবেন দাঁত ঝকঝকে হয়ে উঠেছে।

Next Article