Vaastu Tips: ভুলেও মাটিতে রাখবেন না এই সব জিনিস, না হলেই মহাবিপদ

Jan 30, 2025 | 2:34 AM

Vaastu Tips: জ্যোতিষ বিদদের মতে পুজো করার সময় হোক বা অন্য সময়ে, শাঁখ বা শঙ্খ কখনো মাটিতে রাখতে নেই। এতে অমঙ্গল হয়। নানা রকম ক্ষতি হয়।

Vaastu Tips: ভুলেও মাটিতে রাখবেন না এই সব জিনিস, না হলেই মহাবিপদ

Follow Us

জানা-অজানায় রোজ অনেক ভুল আমরা করে ফেলি। যার প্রভাব পরোক্ষ ভাবে পড়ে আমাদের দৈনন্দিন জীবনে। যা হয়তো আমরা ভেবে পাই না, আমাদের সঙ্গে কেন খারাপ হচ্ছে, বা কেন জীবনে নানা রকম সমস্যা দেখা যাচ্ছে। একটু গভীরে ভাবলে দেখা যায়, নিজেদের প্রত্যেকদিন কিছু সামান্য ভুলের ফল পাচ্ছি আমরা। তেমনই কিছু ভুল ঘটে পুজো করার সময়। জানেন ছোট খাটো করা কোন ভুলে আপনার জীবনে নেমে আসতে পারে মহাবিপদের খাঁড়া?

জ্যোতিষ বিদদের মতে পুজো করার সময় হোক বা অন্য সময়ে, শাঁখ বা শঙ্খ কখনো মাটিতে রাখতে নেই। এতে অমঙ্গল হয়। নানা রকম ক্ষতি হয়।

সোনা রুপোর কোনও জিনিস মাটিতে রাখা যাবে না। কারণ সোনার জিনিস শ্রী বিষ্ণুর খুবই প্রিয়। তাই সোনার জিনিস মাটিতে রাখলে জীবনে আর্থিক উন্নতি ব্যাহত হতে পারে।

বাড়িতে থাকা শিবলিঙ্গ বা শিবমূর্তি কখনও মাটিতে রাখতে নেই। পুজোর সময় কখনও শিবলিঙ্গ বা মূর্তি মাটিতে রাখতে নেই। অনেক সময় দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় মূর্তি মাটিতে রেখে পরিষ্কার করা হয়। ভুলেও এই ভুল করা উচিত নয়।

পুজো করার সময় বা আরতির সময়ে অনেকেই চামর মাটিতে রেখে দেন। এও কিন্তু অনুচিত কাজ। চামর কখনও মাটিতে রাখতে নেই।

প্রদীপ কোনও ভাবেই মাটিতে রাখা যাবে না। এতে সংসারে অর্থ কষ্ট দেখা দিতে পারে। যখন প্রদীপ সাজানো হয় তখন চেষ্টা করুন কিছুর উপর প্রদীপ রেখে তার পর সাজানোর।