AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Korean Skin Care Tips: তারুণ্যের গোপন সূত্র, কোরিয়ান বিউটি টিপসে বলিরেখা দূরে রাখুন

বয়স বাড়া থামানো যায় না, কিন্তু তার প্রভাব কমানো সম্ভব। কোরিয়ান স্কিনকেয়ারের মূল মন্ত্র হল নিয়মিত যত্ন, ধৈর্য ও প্রাকৃতিক উপাদানের প্রতি বিশ্বাস। আপনি যদি প্রতিদিনের রুটিনে এই সহজ টিপসগুলি যুক্ত করেন, ত্বক অনেক দিন পর্যন্ত থাকবে মসৃণ, উজ্জ্বল ও তরুণ।

Korean Skin Care Tips: তারুণ্যের গোপন সূত্র, কোরিয়ান বিউটি টিপসে বলিরেখা দূরে রাখুন
তারুণ্যের গোপন সূত্র, কোরিয়ান বিউটি টিপসে বলিরেখা দূরে রাখুনImage Credit: Pinterest
| Updated on: Nov 04, 2025 | 3:33 PM
Share

বিশ্বজুড়ে কোরিয়ান স্কিনকেয়ার এখন ট্রেন্ডিংয়ে। কোরিয়ান নারীরা যেভাবে ত্বককে মসৃণ, টানটান ও উজ্জ্বল রাখেন, তা আজ অনেকেরই অনুপ্রেরণা। বয়স বাড়লেও তাদের মুখে বলিরেখা দেখা যায় না বললেই চলে। সেটাই রপ্ত করছে চাইছেন বিশ্বের অন্য প্রান্তের নারীরা। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে এই বিউটি রুটিনে (Korean Skin Care) লুকিয়ে আছে তারুণ্য ধরে রাখার গোপন রহস্য। এর জন্য কয়েকটি ধাপ মেনে চললেই হবে।

১. ‘ডাবল ক্লিনজিং’ এর জাদু

কোরিয়ানরা দিনে দুই ধাপে মুখ পরিষ্কার করেন। প্রথমে অয়েল-বেসড ক্লিনজার, তারপর ফোম বা ওয়াটার-বেসড ক্লিনজার। এতে মেকআপ, ধুলো-ময়লা ও তেল জমে না, ফলে ত্বকের ক্ষতি হয় না। ত্বক থাকে টানটান ও উজ্জ্বল।

২. টোনার নয়, লাগবে ‘হাইড্রেটর’

সাধারণ টোনার নয়, কোরিয়ানরা ব্যবহার করেন হাইড্রেটিং টোনার বা এসেন্স। যা ত্বককে গভীরভাবে আর্দ্র রাখে। হাইড্রেটেড ত্বক কম বয়সী দেখায় এবং বলিরেখা গঠনের প্রক্রিয়াকে অনেকটাই ধীর করে।

৩. ৭ স্কিন মেথড

এই পদ্ধতিতে একবার নয়, সাতবার পর্যন্ত পাতলা স্তরে টোনার বা এসেন্স লাগানো হয়। এতে ত্বকের আর্দ্রতা দীর্ঘস্থায়ী হয়, ফলে মুখ থাকে টানটান ও দীপ্তিময়।

৪. গ্রিন টি ও জিনসেং, প্রকৃতির অ্যান্টি-এজিং শক্তি

কোরিয়ান বিউটি প্রোডাক্টে গ্রিন টি, জিনসেং, স্নেইল মিউসিন, রাইস ওয়াটার ইত্যাদি প্রাকৃতিক উপাদান ব্যবহৃত হয়। এগুলির অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষ মেরামত করে ও বলিরেখা কমায়।

৫. সানস্ক্রিন ব্যবহার করুন প্রতিদিন, সব ঋতুতে

সূর্যের ক্ষতিকর রশ্মিই বলিরেখার প্রধান কারণগুলির একটি। তাই কোরিয়ান নারীরা প্রতিদিন SPF ৩০ বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করেন, এমনকি ঘরেও।

৬. ফেস ম্যাসাজ ও স্লিপিং মাস্ক

রাতের স্কিনকেয়ারে মুখে হালকা ম্যাসাজ রক্ত সঞ্চালন বাড়ায়। তারপরে স্লিপিং মাস্ক লাগালে ত্বক সারারাত পুষ্টি পায় এবং সকালে থাকে ফ্রেশ ও প্রাণবন্ত।

৭. খাদ্যাভ্যাসেও সচেতনতা

কোরিয়ানরা প্রচুর পরিমাণে ফার্মেন্টেড খাবার, মাছ, শাকসবজি, গ্রিন টি ও জল পান করেন। ভিতর থেকে শরীর সুস্থ থাকলে ত্বকও ঝলমলে থাকে।

বয়স বাড়া থামানো যায় না, কিন্তু তার প্রভাব কমানো সম্ভব। কোরিয়ান স্কিনকেয়ারের মূল মন্ত্র হল নিয়মিত যত্ন, ধৈর্য ও প্রাকৃতিক উপাদানের প্রতি বিশ্বাস। আপনি যদি প্রতিদিনের রুটিনে এই সহজ টিপসগুলি যুক্ত করেন, ত্বক অনেক দিন পর্যন্ত থাকবে মসৃণ, উজ্জ্বল ও তরুণ।