সোনম কাপুর বলিউডের ফ্যাশানিস্তা বলা হয়ে থাকে। তাঁর বিউটি স্টেটমেন্ট সবময়ই একটু আলাদা ধরণের বলে নজর কাড়ে সবসময়। তবে নায়িকার ফ্যাশন স্টেটমেন্ট বর্তমান প্রজন্মের কাছে সম্পূর্ণ গোল সেট করেছে।
১) অফিস শেষে একটা পার্টি যেতে হবে চটজলদি? লাল লিপস্টিক পরলে আপনাকে আর পিছনে ফিরে তাকাতেই হবে না। এক লিপস্টিকে আপনার সাজ পূর্ণতা পাবে।
২) নু্ড মেক আপের সঙ্গে জমকালো রঙের জামায় আপনাকে বেশ দেখাবে। জামার একটু ডার্ক হলে আরও ভাল হয়।
৩)ঝলমলে লহেঙ্গাই হোক অথবা স্লিক প্যান্টসুট- সব পোশাকের সঙ্গেই মানানসই মেকআপ তৈরি সোনামের। এক কথায় যখন যেমন তখন তেমন সোনামের।
৪) উজ্জ্বল গোলাপি লিপস্টিক বা স্মোকি আইজেই বাজিমাত নয় পারফেক্ট লুকের জন্য দরকার শুধুমাত্র গালে হালকা টাচআপ আর হালকা কাজল।
৫) নিজের লুক নিয়ে পরীক্ষা করুন। কখনও উইনগড আইলাইনার অথবা গ্রাফিক আইলাইনার, লিস্টে থাকুক সবই।