বাড়িতে নখ কাটার সময় সাধারণ কিছু ভুলের জন্য নানা সমস্যায় পড়ি আমরা। কখনও বেকায়দায় নখ ভেঙে যায়। কখনও বা কেটে যায় নখের চারপাশের চামড়া। তাই বাড়িতে নখ কাটার সময় একটু সতর্ক থাকুন। মাথায় রাখুন ছোট্ট কয়েকটা নিয়ম। তাহলেই আর অসুবিধায় পড়বেন না। এর পাশাপাশি নিয়মিত নখের যত্ন নিতে হবে। পরিষ্কার করতে হবে। বাড়িতে ম্যানিকিওর করে নিতেন পারেন আপনি। এখন শীতের মরশুম। তাই ত্বকের সঙ্গে সঙ্গে নখকেও ময়শ্চারাইজ করুন। এর ফলে নখ নরম থাকবে।
কী কী সতর্কতা মানবেন-
১। নখ কাটার আগে সবসময় খানিকক্ষণ জলে (পারলে হাল্কা গরম জল) ভিজিয়ে নখ নরম করে নেবেন। তাহলে আর নখ শক্ত থাকবে না। ফলে ব্লেড হোক বা নেলকাটার যা দিয়েই নখ কাটুন, হাত কেটে যাওয়ার সম্ভাবনা কম।
২। নানা শেপে নখ কাটতে যাবেন না। এর ফলে নখের শেপ ভাল থাকবে না। যেকোনও একটাই শেপে নখ কাটার চেষ্টা করুন। যদি কোনও শেপ আয়ত্তে আনতে না পারেন তাহলেও সমস্যা নেই। সাধারণ ভাবেই নখ কেটে পরিচর্যা করুন।
৩। অনেকেরই দাঁতে নখ কাটা বা নখ ছেঁড়ার অভ্যাস রয়েছে। সবার আগে এই বদঅভ্যাস ত্যাগ করুন। এর ফলে নখের মারাত্মক ক্ষতি হয়। নখ ভঙ্গুর হয়ে যায়।
৪। হাত-পায়ের নখ ছোট করে কাটা থাকলে পরিষ্কার দেখতে লাগে নিঃসন্দেহে। কিন্তু তাই বলে নখ এত ছোট করে কাটবেন না যে চারপাশের চামড়া কেটে যাওয়ার সম্ভাবনা থাকে।
৫। নখ এমনিতেই খুব ভঙ্গুর জিনিস। তাই কখনই খুব জোড় দিয়ে নখ কাটতে যাবেন না। গায়ের জোরে নখ কাটতে গেলে বেকায়দায় ব্যথা পাবেন। নখ ভেঙে বা উপড়ে যেতে পারে।