লকডাউনের এক বছর, মুম্বই ডিজাইনার মজেছেন নতুন মাস্ক ট্রেন্ডে

বিহঙ্গী বিশ্বাস | Edited By: utsha hazra

Apr 21, 2021 | 12:40 PM

জিন্স, টপ, কূর্তি এখন অতীত। সকলের মন মজেছে নতুন মাস্ক ট্রেন্ডে। দশ টাকা থেকে লাখ ডিজাইনার মাস্কই এখন পুরুষ, মহিলাদের নতুন ভালবাসা।

লকডাউনের এক বছর, মুম্বই ডিজাইনার মজেছেন নতুন মাস্ক ট্রেন্ডে
প্রতীকী ছবি।

Follow Us

এই এক বছরে করোনা যেমন ডিকশনারিতে অনেক নতুন নতুন শব্দের সংযোজন ঘটিয়েছে। তেমনিই আবার আমাদের পোশাকেও এনেছে অনেক বদল। যুক্ত হয়েছে মাস্ক৷ আর মাস্কই এখন হয়ে উঠেছে ফ্যাশন স্টেটমেন্ট৷

দশ টাকা থেকে লাখ টাকা খরচ করছে মাস্কের জন্য৷ শুনতে অবাক লাগলেও এটা সত্যি। অনেক ফ্যাশন কোম্পানি রীতিমতো বড় আকারে মাস্কের প্রোডাকশন শুরু করেছে। যা এখন শুধুমাত্র মহিলাদের জন্য ফ্যাশন অ্যাকসেসরিজ নয়, পুরুষদের জন্যও সমানভাবে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন- রমজান মাসেই দুঃসংবাদ, পিতৃহারা হলেন হিনা খান

বলিউডের বহু ডিজাইনাররা এক্ষেত্রে যোগ করেছে এক অন্য মাত্রা। এই যেমন টিনএজারদের জন্য এক রকম মাস্ক, আবার অফিস কর্মীদের জন্য আবার অন্য ধরনের৷ এমনকি জামার রঙের সঙ্গে মিলিয়ে মাস্ক পরার প্রবণতা দেখা গেছে।

জনপ্রিয় ডিজাইনার আবু জানি, সন্দীপ খোসলার মতে শেষ এক বছরে বেশ লক্ষণীয় যে ভারতীয় প্রিন্টের মাস্ক কেনার চাহিদা অনেক বেশী৷ তাই এখন শ পোশাক নয়, নানা প্রিন্টের, নানা রঙের মাস্কই হল নতুন ট্রেন্ড৷ যে ট্রেন্ডে মজেছে নারী, পুরুষ নির্বিশেষ সবাই।

Next Article