ঘুরতে গিয়েও মিস করবেন না নিজের ঘর, ক্য়ারাভ্য়ানে চেপে সেরে নিন রোড ট্রিপ

utsha hazra |

Apr 03, 2021 | 2:15 PM

রোনা পরিস্থিতে ভিড় এড়িয়ে বাড়ির কমফর্ট মিস না করে বেরিয়ে আসতে পারেন নিজের পছন্দমত জায়গায়। কীভাবে? ভাড়া করে নিতে পারেন ক্যাম্প ভ্যান।

ঘুরতে গিয়েও মিস করবেন না নিজের ঘর, ক্য়ারাভ্য়ানে চেপে সেরে নিন রোড ট্রিপ
ক্যারাভ্যানে রোড ট্রিপ

Follow Us

পাহাড় ডাকছে। মন বলছে জঙ্গলে ঘুরে এলে মন্দ হত না। কিন্তু বাড়ি ছেড়ে বেরোতে কিছুতেই মন চাইছে না। আচ্ছা যদি এমনটা হত পাহাড়, জঙ্গল সব ঘোরাও হত অথচ নিজের বাড়ি, ঘর কোনটা মিসও করবেন তাহলে কেমন হয়? ভাবছেন তা কী করে সম্ভব। সব সম্ভব। করোনা পরিস্থিতে ভিড় এড়িয়ে বাড়ির কমফর্ট মিস না করে বেরিয়ে আসতে পারেন নিজের পছন্দমত জায়গায়। কীভাবে? ভাড়া করে নিতে পারেন ক্যাম্প ভ্যান যেখানে পাবেন মিনি বাড়ির অনুভূতি। আপনাদের জন্য রইল কিছু ক্যাম্পভ্যানের তালিকা যা আপনারা ইচ্ছে হলে ভাড়া করতেই পারেন।

ভ্যাকেশন হুইল

২০১৬এ ভ্যাকেশন হুইলসের পথ চলা শুরু। শুধু একটা কোনও রাজ্য নয় দেশের বিভিন্ন প্রান্তে আপনাকে নিয়ে যাবে ভ্যাকেশন হুইলের এই ক্যাম্প ভ্যান। উত্তর, মধ্য, পশ্চিম ভারতের বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত ৩০ টি ক্যাম্প সাইটে গেছে। মুম্বই, পুনে, নাগপুর, ইন্দোর থেকে আপনি এই ভ্যান ভাড়া করতে পারেন। ভ্যাকেশন হুইলসের এই মুহুর্তে দুটি ভ্যান আছে। ছোটটি তে চার জনের থাকতে পারে। আর বড় ক্যারাভ্যানে নয় জন একসঙ্গে থাকতে পারে। সবধরনের উচ্চমানের আধুনিক সুবিধা পাওয়া যাবে এখানে। ছোটটির জন্য ব্যয় করতে হবে পাথাপিছু ২৫০০টাকা। আর বড় ভ্যানটি ভাড়া করতে আপনাকে প্রতি রাতের জন্য দিতে হবে ২৫০০০ টাকা।

আরও পড়ুন :উষ্ণপ্রস্রবণ ভালবাসেন? রইল কিছু ট্রাভেল ডেস্টিনেশন

ট্রিপি হুইলস, ব্যাঙ্গালোর

কর্ণাটকে এর থেকে কম দামে ক্যারাভ্যান পাওয়া ভীষণই দুষ্কর। বাড়ির প্রয়োজনীয় সামগ্রী, রান্নার কিছু সামগ্রী এখানে পাবেন। প্রতি রাতের জন্য খরচ করতে হবে ৩০০০ টাকা। কিন্তু এই ক্যারাভ্যানে বাথরুমের ব্যবস্থা নেই। গাড়িচালক সাহায্য করে দেবে কোথায় গেলে ফ্রেশ হতে পারবেন। যদি আপনি এই ক্যারাভ্যান ভাড়া নেন তাহলে আপনি কুন্ডাপুরা, হাম্পি, বিআর হিলস, টালা কাভেরির মতো বেশ কিছু জায়গা ঘুরতে পারবেন। এমনকি আপনারা এই ক্যাম্প ভ্যানে গোয়া, অন্ধ্রপ্রদেশও ঘুরে আসতে পারেন।

ক্যাম্পার ট্রেল

পাঁচজন প্রাপ্তবয়স্কর জন্য ক্যাম্পার ট্রেল দিচ্ছে আধুনিক সুযোগ সুবিধা। নিজস্ব রান্নার ব্যবস্থাও আছে । মিনি ফ্রিজ থেকে টিভি সব আছে সেখানে। পরিস্কার পরিচ্ছন্ন শৌচালয় আছে সঙ্গে। ২০১৮ তে চন্দ্রকান্ত রামোজি এই বিলাসবহুল জ্যাকো ট্রেলার আমেরিকা থেকে আনেন। প্রতি রাতের জন্য ভাড়া ৮০০০টাকা কিন্তু উইকেন্ডে তার ভাড়া বেড়ে হয়ে যায় ১০০০০।

আরও পড়ুন :জম্মু ও কাশ্মীর যাওয়ার নতুন রুট বন্যজীবনের ভেতর দিয়ে

Next Article