বাজারে এই মুহূর্তে সবচেয়ে বেশি কদর হ্যান্ডলুম পোশাকের। তপ্ত গরমে স্বাচ্ছন্দ্যে থাকতে হ্যান্ডলুমের ফ্যাশনেবল ড্রেস, কুর্তা, শাড়ি, পাঞ্জাবির এখন বেশ জনপ্রিয়। তবে প্রচলিত নয়, প্রথাগত স্টাইলকে টেক্কা দিতে ফলো করুন কিছু জরুরি টিপস।
ক্রপ টপের কেরামতি- গরমের জন্য হালকা রঙের লিনেনের শাড়ি বা স্কার্টস বেশ আরামদায়ক। এবার এই গরমেই সকলের নজর কাড়তে হ্যান্ডলুমের অফ-হোয়াইট বা সাদা রঙের ব্লাউজের সঙ্গে মিক্স-ম্যাচ করে অর্গ্যানিক প্রিন্টসের লিনেন, খাদি বা সুতির ব্লাউজ বা ক্রপ টপ পরতে পারেন।
গরমে অ্যাসেমেট্রিক হেমলাইন,প্যাচ ওয়ার্কের ছোঁয়া বা পকেট-যুক্ত ড্রেস এখন বেশ জনপ্রিয় স্টাইল স্টেটমেন্ট। অফিস বা যে কোনও জায়গাতেই হ্যান্ডলুম বা লিনেনর পোশাক গ্রহণযোগ্য। তাই বারবার একই পোশাকের একঘেঁয়েমি কাটাতে ও পোশাকের আধুনিকতার ছোঁয়া আনতে শার্টের উপর হ্যান্ডলুমের জ্যাকেট পরতে পারেন। বর্তমানে বাজারে সুতির সুন্দর সুন্দর জ্যাকেট কিনতে পাওয়া যায়।
নজরে শার্ট ড্রেস– সুতির শার্ট-ড্রেস বর্তমান স্টাইলের ধারাকে আমূল পরিবর্তন করে দিয়েছে। এই গরমে কুল আর স্মার্ট লুক আনতে অফ-শোল্ডার শার্ট ড্রেস, সুন্দর ওয়েস্ট বেল্ট পরতে পারেন। সঙ্গে অবশ্যই হেয়ারস্টাইলেও আনতে হবে মর্ডান লুক।
বোহো বটমসে নয়া ট্রেন্ড – পালাজ়ো ও হাই-ওয়েস্টেড টুইস্টের সঙ্গে বেল্ট। ফ্লোরাল বা স্ট্রাইপড টপের সঙ্গে বোহো বটমসের লুক এখন নয়া ট্রেন্ড। গরমে তাক লাগাতে এই আরামদায়ক পোশাকের জুড়ি মেলা ভার। গরমকে তোয়াক্কা না করে পোশাকেই আনুন খুশির আমেজ। তারজন্য এই স্টাইল একদম পারফেক্ট।