AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পুরুষরা সাবধান! ২৪ ঘণ্টা টাইট অন্তর্বাস পরছেন! জানেন অজান্তে কী বিপদ ডেকে আনছেন?

সম্প্রতি মেডিকাস একটি রিসার্চ করেছে। তাতে দেখা গিয়েছে, বেশি আঁটোসাঁটো পোশাক পরলে শরীরের উষ্ণতা বেড়ে যায়। বিশেষ করে অণ্ডকোষের চারপাশের তাপমাত্রা আরও বেশি বেড়ে যায়।

পুরুষরা সাবধান! ২৪ ঘণ্টা টাইট অন্তর্বাস পরছেন! জানেন অজান্তে কী বিপদ ডেকে আনছেন?
টাইট অন্তর্বাস পরলে কী হয়?Image Credit: TV9 Network
| Edited By: | Updated on: Aug 04, 2025 | 5:28 PM
Share

হাল ফ্যাশনের যুগে এখন আঁটোসাঁটো পোশাক পরাই ট্রেন্ড হয়ে উঠেছে। বিশেষত টিনেজার ছেলেরা টাইট জিন্স-প্যান্ট-অন্তর্বাসও পরা পছন্দ করেন। কিন্তু বিশেষ এক সমীক্ষায় উঠে এসেছে, বেশি আঁটোসাঁটো পোশাক পরলে স্পার্ম কাউন্ট কমে যায়।

বর্তমানে পুরুষদের মধ্যে বন্ধ্যাত্বের সমস্যা দ্রুত বেড়েই চলেছে। তার অন্যতম প্রধান কারণ স্পার্ম কাউন্ট কমে যাওয়া। একে ডাক্তারি ভাষায় বলা হয় অলিগোস্পার্মিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, একজন সুস্থ পুরুষের ১ মিলি বীর্যতে কমপক্ষে ১৫ মিলিয়ন শুক্রাণু থাকা উচিত। যদি আপনার শরীরে শুক্রাণুর সংখ্যা কম থাকে তবে এটি একটি গুরুতর সমস্যা। স্পার্ম কাউন্ট কমে যাওয়ার একাধিক কারণ থাকতে পারে। বাজে খাদ্যাভ্যাস তার মূল কারণ। তবে পুুরুষদের অনেকের হয়তো এখনই জানেনই না, তাঁদের পোশাক পরার ধরনও এর কারণ হতে পারে।

সম্প্রতি মেডিকাস একটি রিসার্চ করেছে। তাতে দেখা গিয়েছে, বেশি আঁটোসাঁটো পোশাক পরলে শরীরের উষ্ণতা বেড়ে যায়। বিশেষ করে অণ্ডকোষের চারপাশের তাপমাত্রা আরও বেশি বেড়ে যায়। এখন আপনি হয়তো ভাবছেন, শরীরের তাপমাত্রা সামান্য বৃদ্ধির ফলে কী প্রভাব পড়তে পারে? তাহলে জেনে রাখুন, শুক্রাণু উৎপাদনের সঠিক প্রক্রিয়া তখনই ঘটে যখন অণ্ডকোষের তাপমাত্রা শরীরের তাপমাত্রার চেয়ে সামান্য কম থাকে।

শুক্রাণু একটি অত্যন্ত সংবেদনশীল কোষ। এটি কেবলমাত্র স্বাভাবিক তাপমাত্রায়ই সঠিকভাবে তৈরি এবং বৃদ্ধি পায়। কিন্তু যখন আপনি বারবার টাইট অন্তর্বাস, জিন্স বা প্যান্ট পরেন, তখন এটি শরীরে লেগে থাকে এবং তাপকে বেরিয়ে যেতে দেয় না। এর ফলে অণ্ডকোষের তাপমাত্রা বৃদ্ধি পায়, যা শুক্রাণু উৎপাদনের প্রক্রিয়াকে ধীর করে দেয়।

ব্রিটেনের এক গবেষণা অনুসারে, যারা নিয়মিত ফিট বা ঢিলেঢালা অন্তর্বাস পরেন তাঁদের শুক্রাণুর সংখ্যা টাইট অন্তর্বাস পরা পুরুষদের তুলনায় বেশি থাকে। এর পাশাপাশি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় আরও বলা হয়েছে, যে টাইট অন্তর্বাস পরলে শুক্রাণুর সংখ্যা ২৫ শতাংশ কমে যায়।