Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সেলেবদের অনুপ্রেরণায়, সমুদ্র সৈকতের ফ্যাশন

পাহাড় আর সমুদ্রের মধ্যে সবসময় নীল সমুদ্র আপানাকে টানে? তাই গরমে সমুদ্রধারে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে ফেলেছেন। ভাবছেন কী কী ধরণের পোশাক সঙ্গে নেবেন? আপনার প্রিয় তারকাদের এই স্টাইল আপনার ফ্যাশনে যোগ হতেই পারেন।

| Updated on: Mar 14, 2021 | 8:41 PM
সাদা বিকিনি প্রথমে 'ডাল' রঙ মনে হলেও, বিচের পোশাক হিসাবে এই রঙের  বিকিনি বেছে নিতেই পারেন। দিশা পাটানির পরণে সাদা বিকিনির সঙ্গে গোল্ডেনের ছোঁয়া যোগ করেছে অন্যমাত্রা।  পিছনে  নীল সমু্দ্রর সঙ্গে  সাদা বিকিনির মিশ্রণ মন্দ লাগবে না।

সাদা বিকিনি প্রথমে 'ডাল' রঙ মনে হলেও, বিচের পোশাক হিসাবে এই রঙের বিকিনি বেছে নিতেই পারেন। দিশা পাটানির পরণে সাদা বিকিনির সঙ্গে গোল্ডেনের ছোঁয়া যোগ করেছে অন্যমাত্রা। পিছনে নীল সমু্দ্রর সঙ্গে সাদা বিকিনির মিশ্রণ মন্দ লাগবে না।

1 / 9
মালাইকা অরোরার এই লাইম গ্রীণ রঙের ড্রেস নিঃসন্দেহে ট্রেন্ডিংয়ে এক নম্বরে। ফ্লোরাল প্রিন্ট থেকে সলিড রঙের জামার পর এবার গ্রীষ্মের ছুটিতে এইরকম প্যাস্টেল রঙ নিজেদের ট্রলিতে রাখতেই পারেন।

মালাইকা অরোরার এই লাইম গ্রীণ রঙের ড্রেস নিঃসন্দেহে ট্রেন্ডিংয়ে এক নম্বরে। ফ্লোরাল প্রিন্ট থেকে সলিড রঙের জামার পর এবার গ্রীষ্মের ছুটিতে এইরকম প্যাস্টেল রঙ নিজেদের ট্রলিতে রাখতেই পারেন।

2 / 9
পরিবার ফিল্মি দুনিয়ার সঙ্গে যুক্ত ছিলেন ঠিকই, কিন্তু মেয়ের পছন্দ ছিল অন্য পেশা।

পরিবার ফিল্মি দুনিয়ার সঙ্গে যুক্ত ছিলেন ঠিকই, কিন্তু মেয়ের পছন্দ ছিল অন্য পেশা।

3 / 9
 মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে এই নীল রঙের মনোকিনি বেছে নিয়েছিলেন সারা আলি খান। মনোকিনি যদি সঠিকভাবে ক্যারি করা যায়, বিচে ছুটি কাটানোর জন্য এর থেকে আদর্শ পোশাক আর কিছু হতে পারে না।

মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে এই নীল রঙের মনোকিনি বেছে নিয়েছিলেন সারা আলি খান। মনোকিনি যদি সঠিকভাবে ক্যারি করা যায়, বিচে ছুটি কাটানোর জন্য এর থেকে আদর্শ পোশাক আর কিছু হতে পারে না।

4 / 9
বলিউডের ফ্যাশন আইকনদের মধ্যে অন্যতম জনপ্রিয় নাম হল করিনা কাপুর খান। সমুদ্র সৈকতে ছুটি কাটানোর জন্য বেছে নিতেই পারেন এই রকম লম্বা ম্যাক্সি ড্রেসও।

বলিউডের ফ্যাশন আইকনদের মধ্যে অন্যতম জনপ্রিয় নাম হল করিনা কাপুর খান। সমুদ্র সৈকতে ছুটি কাটানোর জন্য বেছে নিতেই পারেন এই রকম লম্বা ম্যাক্সি ড্রেসও।

5 / 9
ট্রপিকাল প্রিন্ট এই সময় ভীষণ ভাবে ট্রেন্ডিংয়ে। নোরা ফতেহির এই ড্রেস আপনার ওয়াড্রবে রাখতেই পারেন।

ট্রপিকাল প্রিন্ট এই সময় ভীষণ ভাবে ট্রেন্ডিংয়ে। নোরা ফতেহির এই ড্রেস আপনার ওয়াড্রবে রাখতেই পারেন।

6 / 9
শিল্পা শেট্টি বরাবরই ট্রেন্ড সেটার। সমুদ্রতটে বেড়াতে গিয়ে এইরকম একটি অফ শোল্ডার ড্রেস তালিকায় রাখতে পারেন।

শিল্পা শেট্টি বরাবরই ট্রেন্ড সেটার। সমুদ্রতটে বেড়াতে গিয়ে এইরকম একটি অফ শোল্ডার ড্রেস তালিকায় রাখতে পারেন।

7 / 9
ম্যাক্সি ড্রেস যে কোনও সময়ে যে কেউ পড়তে পারে। মৌনির এই হাই থাই স্লিট ম্যাক্সি ড্রেম গরমের জন্য আদর্শ ।

ম্যাক্সি ড্রেস যে কোনও সময়ে যে কেউ পড়তে পারে। মৌনির এই হাই থাই স্লিট ম্যাক্সি ড্রেম গরমের জন্য আদর্শ ।

8 / 9
শর্ট ডেনিম আর কখনই ফ্যাশনের বাইরে যায় না। আর তার সঙ্গে অভিনেত্রী আলায়ার মত যদি একটি বিকিনি টপ পড়া যায় তাহলে মন্দ লাগবে না।

শর্ট ডেনিম আর কখনই ফ্যাশনের বাইরে যায় না। আর তার সঙ্গে অভিনেত্রী আলায়ার মত যদি একটি বিকিনি টপ পড়া যায় তাহলে মন্দ লাগবে না।

9 / 9
Follow Us: