টেলিফোনের তারের মতো ‘নেকলেস’, দাম শুনলে চমকে যাবেন

Sohini chakrabarty |

Mar 18, 2021 | 8:36 PM

নেকলেসের দাম শুনে ফ্যাশনিস্তারাও ভাবতে পারেন, 'হাসবেন নাকি কাঁদবেন'।

টেলিফোনের তারের মতো নেকলেস, দাম শুনলে চমকে যাবেন
নেকলেসের অতি সাধারণ ডিজাইন আর সাংঘাতিক দাম শুনে হতবাক হয়ে গিয়েছেন নেটাগরিকরা।

Follow Us

আজকাল অনেককেই বলতে শোনা যায় যে, আপনি যা পরবেন তাই-ই নাকি ফ্যাশন। আর এই ট্রেন্ডেই যুক্ত হয় এমন কিছু ফ্যাশন এবং স্টাইল স্টেটমেন্ট, যা দেখে প্রথমেই মনে হতে পারে ‘অদ্ভুত বা উদ্ভট’। কিন্তু ফ্যাশন ট্রেন্ডে ইন এ ধরণের প্রায় সব প্রোডাক্টের দামই হয় আকাশছোঁয়া।

তবে সম্প্রতি এক নেকলেসের দাম শুনে ফ্যাশনিস্তারাও ভাবতে পারেন, ‘হাসবেন নাকি কাঁদবেন’। এই নেকপিস দেখতে অনেকটা টেলিফোনের তারের মতো। যাঁদের বাড়িতে ল্যান্ডফোন ছিল বা এখনও রয়েছে, তাঁরা খুব ভাল করেই টেলিফোনের রিসিভারের সঙ্গে লাগানো প্যাঁচানো তারের ‘লুক’ মনে করতে পারবেন। সেই তার বা প্যাঁচানো কর্ডের মতোই দেখতে এই নেকলেস। কিন্তু তার দাম শুনে চমকে গিয়েছেন সকলে।

ফোনের তারের মতো এই নেকলেসের দাম নাকি ২ হাজার মার্কিন ডলার! ভারতীয় মুদ্রায় যার মূল্য ১,৪৫,০০৭.৮০ টাকা! কী এমন রয়েছে এই নেকলেসে যে তার দাম এমন সাংঘাতিক? এক ঝলক দেখলে তো মনে হবে রঙিন টেলিফোনের তার গলায় পরেছেন কেউ। এমনটাই বলছেন নেটিজ়েনরা। জানা গিয়েছে, একটি বিদেশি ফ্যাশন ব্র্যান্ডের এক্সক্লুসিভ ডিজাইনের তালিকায় রয়েছে এই নেকলেস। স্বভাবতই ব্র্যান্ড ভ্যালু বজায় রাখতেই বোধহয় এই নেকপিসের দাম এত বেশি।

জানা গিয়েছে, নেকলেস ছাড়াও শুধু ওই প্যাঁচানো কর্ডও কিনতে পাওয়া যাচ্ছে অনলাইনে। কিন্তু তার দাম শুনেও চক্ষু ছানাবড়া হওয়ার জোগাড়। ওই প্যাঁচানো তারের দাম ৫ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রা ৩৬২ টাকা। ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে এই ‘মহার্ঘ’ নেকলেসের ছবি। নেকলেসের অতি সাধারণ ডিজাইন আর সাংঘাতিক দাম শুনে হতবাক হয়ে গিয়েছেন নেটাগরিকরা।

Next Article