Skin Care: মেকআপ ছাড়াই পুজোয় আসতে চান স্পটলাইটে? আজ থেকে চুমুক দিন এই ‘ম্যাজিক ড্রিঙ্কসে’
পুজো আসতে আর বেশি দেরি নেই। তা হলে কীভাবে পাবেন জেল্লাদার ত্বক? কিছু পানীয় রয়েছে, তাতে চুমুক দিলে ত্বকের জেল্লা ফিরে পাবেন।

Skin Care: মেকআপ ছাড়াই পুজোয় আসতে চান স্পটলাইটে? আজ থেকে চুমুক দিন এই 'ম্যাজিক ড্রিঙ্কসে'Image Credit: Canva
সারা বছর যারা মেকআপের ধারে কাছে যান না, সেই তাঁরাও পুজোর কয়েকটা দিনে বেছে নেন নিজের পছন্দের লিপস্টিক, কাজল থেকে শুরু করে ফাউন্ডেশন, ফেস পাউডার। তবে, মেকআপ করলেই যে কেউ সুন্দরী হয়ে উঠবেন, তেমন কোনও কথা কিন্তু নেই। বরং ত্বক ভিতর থেকে জেল্লাযুক্ত করা গুরুত্বপূর্ণ। যার ত্বক উজ্জ্বল হয়, দাগছোপহীন এবং ব্রণ মুক্ত হয়, তাদের আলাদা করে মেকআপেরও কোনও দরকার পড়ে না। সেই সময় ছোট্ট টিপ আর হালকা লিপস্টিকই হয়ে ওঠে যথেষ্ট। পুজো আসতে আর বেশি দেরি নেই। তা হলে কীভাবে পাবেন জেল্লাদার ত্বক? কিছু পানীয় রয়েছে, তাতে চুমুক দিলে ত্বকের জেল্লা ফিরে পাবেন। নিম্নে তা নিয়ে আলোচনা করা হল।
- হলুদ, লেবু এবং মধুর জল: এই পানীয় একদিকে ওজন কমাতে সাহায্য করে, তেমনই ত্বকের জেল্লা বাড়িয়ে তোলে। এক গ্লাস জলে অল্প হলুদ, লেবুর রস এবং মধু মেশান। কাঁচা হলুদের রস ব্যবহার করতে পারলে সবচেয়ে ভাল। এই পানীয় একদিকে লিভারকে টক্সিন মুক্ত করে। পাশাপাশি ত্বকের নানা সংক্রমণ দূর করে। যদি টানা ৭দিন এই পানীয় পান করেন, তা হলে পুজোর আগে ত্বকের সমস্যা এবং তলপেটের মেদ দুটোই কমে যাবে।
- গ্রিন টি: যদি ব্যস্ততার কারমে জুস বা পানীয় বানাতে সময় না পান, তা হলে শুধু গ্রিন টি খেলেও হবে। গ্রিন টিয়ের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। যা যে কারও ত্বককে বার্ধক্য, ব্রণ ও দাগছোপের হাত থেকে সুরক্ষা দেয়। রোজ ৩-৪ কাপ গ্রিন টি পান করলে তফাত নজরে পড়বে। তাতে ত্বকের জেল্লা বাড়ানোর পাশাপাশি ওজন কমাতেও পারে। এছাড়া নানা রোগের ঝুঁকি কমাতেও গ্রিন টি সাহায্য করে।
- শসার জুস: ত্বক তরতাজা করতে এবং ত্বককে হাইড্রেটেড রাখতে সহায়ক শসা। এটি খেলে একদিকে শরীর হাইড্রেটেড থাকে, তেমনই এক টুকরো শসা মাখলেও কাজ দেয়। এ ছাড়া শসা দিয়ে জুস বানিয়ে খেলেও হজমের সমস্যা দূর হবে এবং ত্বকের জেল্লা বেড়ে যাবে। শসার জুস শরীরের মধ্যে থাকা টক্সিন বের করতে সাহায্য করে। একখানা শসার সঙ্গে তুলসী পাকা ও পুদিনা পাতা মিশিয়ে রস বানাতে হবে। এবং লেবুর রস মিশিয়ে পান করতে পারেন শসার জুস। ৭দিন পান করলেই তফাৎ দেখতে পাবেন।
শীতের টাটকা ধনেপাতা দিয়ে বানান টেস্টি চাটনি, সময় লাগবে মাত্র ২ মিনিট
৫ মিনিটে বানান সুস্বাদু পালং শাকের ক্রিস্পি পকোড়া, রইল রেসিপি
ছাব্বিশে বদলে যাবে বিশ্ব! বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী ফেলল আলোড়ন
শীত মানেই কেক-পেস্ট্রির সময়, বাড়িতে সহজে বানান অরেঞ্জ পেস্ট্রি
ফ্যাট টু ফিট! তিল-গুড়ের লাড্ডু কেন শীতকালের সুপারফুড?
ফের হাসপাতালে পলাশ, কেমন আছেন স্মৃতির হবু বর?
