এই গরমকালে আপনার পাগল করা বোহেমিয়ান লুকই হোক ফ্যাশন স্টেটমেন্ট

aryama das |

Apr 30, 2021 | 2:35 PM

রোজ অফিস যেতে হবে প্রেজ়েন্টেবল হয়ে। পুরোনো এবং কমফর্টেবল জামা পরতে ইচ্ছে করছে এ দিকে? আপনার কাছে একটাই উপায়-বোহেমিয়ান লুকে নজর কাড়ুন অফিস, পথঘাট বা অনলাইনে।

এই গরমকালে আপনার পাগল করা বোহেমিয়ান লুকই হোক ফ্যাশন স্টেটমেন্ট

Follow Us

করোনা পরিস্থিতিতে আপনি যত বাড়ি থেকে না বেরবেন, ততই আপনি সেফ। তাহলে সাজবেন কোথায়? এটাই ভাবছেন তো? ভিডিয়ো কলে বা কনফারেন্স কলে সেজেগুজে এসে সেরে ফেলুন বন্ধুর জন্মদিন বা আত্মীয়ের অ্যানিভার্সারি। এখনও রোজ অফিসে যেতে হচ্ছে অনেককেই। বাইরে এই দাবদাহ, প্যাচপ্যাচে গরমে আর ফ্যাশনের কথা ভাবতেই ইচ্ছে করছে না। অথচ রোজ অফিস যেতে হবে প্রেজ়েন্টেবল হয়ে। পুরোনো এবং কমফর্টেবল জামা পরতে ইচ্ছে করছে এ দিকে? আপনার কাছে একটাই উপায়-বোহেমিয়ান লুকে নজর কাড়ুন অফিস, পথঘাট বা অনলাইনে।

বোহেমিয়ান স্টাইল কী? মূলত ৬০-এর দশক থেকে ৭০-এর দশকে ঢিলেঢালা সুতির জামায় ফ্যাশন হত। এতে একটা ক্যাজ়ুয়াল অথচ কমফর্টেবল লুক আসত, যা ‘বোহেমিয়ান’ নামে পরিচিত। এই গরমে সেই পুরোনো স্টাইলই ফিরে আসুক আবার। এমনিতেই পুরোনো ফ্যাশন বারবার ফিরে আসে। তাহলে বোহেমিয়ান নয় কেন?

আরও পড়ুন: Oscar 2021 রেড কার্পেড: অ্যানাটমিক্যাল হার্ট থেকে ঠোঁট, ফ্যাশনে ছিল অদ্ভুত সব হাতব্যাগ

বোহেমিয়ান ফ্যশন বললেই প্রথম যে যে ড্রেসগুলোর কথা মাথায় আসে: ম্যাক্সি, মিডি, কাফতান, ঢোলা ওয়ান পিস জামা, পালাজ়ো ইত্যাদি। সেক্ষেত্রে জামার রঙ বাছুন খুব হাল্কা, হালকা হলুদ, বেবি পিঙ্ক, আকাশি, হালকা সবুজ। সাদা তো গরম কালের রঙ। সাদা তাই-ই আপনার চয়েসে প্রথমে থাকা উচিৎ। ফ্লোরাল প্রিন্ট, গ্রাফিক্যাল প্রিন্ট বা স্ট্রাইপ প্রিন্টে খুব ফ্রেশ দেখাবে আপনাকে। গরমকালে জংলা প্রিন্ট একদম নয়।

ডিজাইনার শ্রুতি সাঞ্ছেতির জানিয়েছেন, গরমকালে ফ্লোরাল বা ট্রাইব্য়াল প্রিন্টের একটা ম্যাক্সি ড্রেস বা ঢিলেঢালা ওয়ান পিস আপনাকে সম্পূর্ণ করে তুলতে পারে। তারসঙ্গে টপ নট করে বাঁধা চুল, কানে জব্বর একটা দুল, স্লিঙ্গ ব্যাগ, কভার সু আর একটা ডার্ক লিপস্টিক। আপনার ফ্যশন স্টেটমেন্ট হোক কমফর্টেবল এবং কুল। রেডি হয়ে যান ভিডিয়ো কলে মিটিং-এর জন্য।
ডিসাইনার অনুশ্রী পারেখের আবার মত, ক্যাজ় কাফতানের সঙ্গে আপনার ফ্যাশন গোল বানাতে। হালকা সুতি এবং মলমলের ম্যাক্সি জামায় আপনি হয়ে উঠুন প্রাণবন্ত।
আর সঙ্গে থাকুক হালকা কিছু রূপোর গয়না। আপনার সাজ নজর কাড়বে যে কোনও উৎসবেই।

Next Article