Green Tea Face Packs: কোরিয়ার নায়িকাদের মতো কাচের স্বচ্ছ ত্বক চান? প্রসাধনী ছেড়ে গ্রিন টি মাখুন মুখে

megha |

Jun 13, 2024 | 6:16 PM

Korean Beauty Tips: বাজারে হু হু করে বিক্রি হচ্ছে কোরিয়ান ফেসপ্যাক থেকে শুরু করে টিন্ট। কিন্তু সবার পক্ষে শ'খানেক টাকা খরচ করে প্রসাধনী কেনা সম্ভব নয়। এখানে ভরসা একমাত্র কোরিয়ান হোমমেড স্কিন কেয়ার। সে দেশের মানুষেরা প্রাকৃতিক উপায়ে যে ভাবে ত্বকের যত্ন নেয়, সেভাবে আপনিও ত্বকের যত্ন নিতে পারেন।

Green Tea Face Packs: কোরিয়ার নায়িকাদের মতো কাচের স্বচ্ছ ত্বক চান? প্রসাধনী ছেড়ে গ্রিন টি মাখুন মুখে

Follow Us

কোরিয়ান ঝড় বিশ্বজুড়ে। ওটিটিতে কোরিয়ান ড্রামার রমরমা। কোরিয়ান নায়ক-নায়িকাদের প্রেমে হাবুডুবু খাচ্ছে কম বয়সিরা। সবচেয়ে বেশি নজর কাড়ছে তাঁদের লুক। স্ফটিক স্বচ্ছ ত্বকই আকর্ষণ। এমন ত্বক আমারও যদি হত—এই ভাবনা আসছে প্রায় সকল কোরিয়ান ড্রামার ফ্যানেদের। কিন্তু মেকআপ ছাড়া কাচের মতো পরিষ্কার ও স্বচ্ছ ত্বক পাবেন কী করে? এখানেই বাজি জিতে নিয়েছে কোরিয়ান স্কিন কেয়ার। বাজারে হু হু করে বিক্রি হচ্ছে কোরিয়ান ফেসপ্যাক থেকে শুরু করে টিন্ট। কিন্তু সবার পক্ষে শ’খানেক টাকা খরচ করে প্রসাধনী কেনা সম্ভব নয়। এখানে ভরসা একমাত্র কোরিয়ান হোমমেড স্কিন কেয়ার। সে দেশের মানুষেরা প্রাকৃতিক উপায়ে যে ভাবে ত্বকের যত্ন নেয়, সেভাবে আপনিও ত্বকের যত্ন নিতে পারেন। এর জন্য হাজার রকমের উপাদানের প্রয়োজন নেই। শুধু গ্রিন টি থাকলেই হবে।

গ্রিন টি মধ্যে ক্যাটেচিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। এই চা ত্বককে ফ্রি র‍্যাডিকেলের সঙ্গে লড়াই করে এবং ত্বককে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। পাশাপাশি ত্বকে ব্রণ, একজিমা ও অকাল বার্ধক্যের হাত থেকে রক্ষা করে। রোজ ৩-৪ কাপ গ্রিন টি খেলেই উপকার পাবেন। তার সঙ্গে ব্যবহার করুন গ্রিন টি-এর ফেসপ্যাক।

১) গ্রিন টি এবং মধু

গ্রিন টি বানিয়ে ফেলুন। ২ চামচ গ্রিন টি নিন। এতে ১ চা চামচ মধু মিশিয়ে নিন। এই মিশ্রণটি ত্বকে লাগিয়ে ২০ মিনিট রাখুন। এরপর মুখ ধুয়ে ফেলুন। তৈলাক্ত ও স্পর্শকাতর ত্বকের জন্য এই ফেসপ্যাক ভীষণ উপকারী।

২) গ্রিন টি এবং দই

২ চামচ টক দই নিন। এতে ১ চামচ গ্রিন টি মিশিয়ে নিন। এই ফেসপ্যাক ত্বকে মেখে ৩০ মিনিট রাখুন। টক দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। পাশাপাশি ত্বকের আর্দ্রতা ধরে রাখে।

৩) গ্রিন টি এবং অ্যালোভেরা

ত্বকের জেল্লা বাড়িয়ে তুলতে গ্রিন টিয়ের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে মাখুন। আধ ঘণ্টা রেখে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক রোজই ব্যবহার করতে পারেন। এতে ত্বকের জেল্লা বাড়বে এবং ত্বকের সমস্যা কমবে।
Next Article