পাকা চুলের সমস্যায় নাজেহাল অল্প বয়সিরাও। যদিও কম বয়সে চুলে ধূসর ভাব দেখা দিলে খুব একটা চাপ হয় না। কালো চুলের মাঝে সেগুলো ধরাও পড়ে না। কিন্তু মাথায় পাকা চুলের সংখ্যা বাড়লে চিন্তাও বাড়ে। তখন অনেকেই রুট টাচ-আপ বা হেয়ার কালারের সাহায্য নেন। তবে, সেরা কাজ দেয় হেনা। হেনা প্রাকৃতিক উপাদান, যা কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই চুলকে কালো করে। চুলকে কালো করা ছাড়াও হেনা চুলকেও সুন্দর রাখে। চুলকে কালো করা ছাড়াও হেনা ব্যবহারের রয়েছে আরও কারণ। ধূসর চুলকে কালো করার না হলেও, আপনি হেনা ব্যবহার করতে পারেন। হেনার হেয়ার প্যাক ব্যবহার করলে কী-কী উপকার পাওয়া যায়, দেখে নিন।
১) প্রাকৃতিক কন্ডিশনার: হেনার মধ্যে ভিটামিন ই রয়েছে, যা স্বাস্থ্যকর স্ক্যাল্প গঠনে সাহায্য করে। এছাড়া হেনায় প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং চুলকে পুষ্টি জোগায়। হেনার হেয়ার মাস্ক ব্যবহারের পর শ্যাম্পু ব্যবহার করবেন না। সাধারণ জল দিয়ে ধুয়ে নিন। তারপর হার্বাল অয়েল মেখে নিন এবং পরদিন শ্যাম্পু করে নিন। হেনার হেয়ার মাস্ক ব্যবহার করলে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন।
২) স্বাস্থ্যকর স্ক্যাল্প: হেনার স্ক্যাল্পের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। স্ক্যাল্পের যে সব গ্ল্যান্ড অতিরিক্ত তেল উৎপন্ন করে, সেখানে হেনা চাপ কমায়। এতে স্ক্যাল্পের তেলতেলে ভাব কমে। হেনার মধ্যে উচ্চ পরিমাণে প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা চুলের ফলিকলে পুষ্টি জোগায়। এতে চুলের গোড়া মজবুত হয় এবং চুল পড়া কমে।
৩) খুশকি কমায়: পাকা চুলের সমস্যা দূর করার পাশাপাশি হেনা খুশকি কমায়। হেনার মধ্যে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রয়েছে, যা স্ক্যাল্পের অস্বস্তি কমায়। খুশকির সমস্যা দূর করতে আপনি হেনার হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। অ্যান্টি-ডানড্রফ শ্যাম্পু ব্যবহার করে যদি ফল না পান, তাহলে হেনার হেয়ার মাস্ক ব্যবহার করুন।
যে ভাবে হেনার হেয়ার মাস্ক বানাবেন-
হেনার পাউডারের সঙ্গে কফি গুঁড়ো মিশিয়ে দিন। এতে পরিমাণমতো জল ও লেবুর রস মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এটি স্ক্যাল্প ও চুলে লাগিয়ে ১-২ ঘণ্টা বসে থাকুন। এরপর পরিষ্কার জল দিয়ে চুল ধুয়ে ফেলুন।