বিগত কয়েক বছরে নুড লিপস্টিক ভীষণভাবে ট্রেন্ডে। নুড লিপস্টিক ছাড়া মেকআপ কিট তা ভাবাই যায় না। বিশেষত রোজের অফিস অথবা ছোট ঘরোয়া অনুষ্ঠানে এই রঙের লিপস্টিক খুব জরুরি। কিন্তু অনেক সময় নুড লিপস্টিক ঠোঁটে লাগালে আরও ফ্যাকাশে দেখায় । প্রতিনিয়ত এই সমস্যার সম্মুখীন হতে হয় আপনাকে! আপনার জন্য রইল সেই সমস্যার কিছু সহজ সমাধান।
১) যদি বলা হয় নুড লিপস্টিক লাগালে ফ্যাকাশে দেখানোর কারণ কখনই লিপস্টিক নয়, শুনতে কী খুব অদ্ভুত শোনাল? নুড লিপস্টিক সাধারণত বেইজ অথবা ব্রাউন হয়। স্কিন টোনের সঙ্গে অনেক সময় নুড লিপস্টিক ফ্যাকাশে দেখাতে পারে। তার বদলে গালে ব্লাশ কিংবা ব্রঞ্জার দিলে তা সামঞ্জস্যতা আনে।
২) অনেকেই ঠোঁট বড় দেখানোর জন্য হালকা রঙের লিপস্টিকের সঙ্গে গাঢ় লিপলাইনার ব্যবহার করেন। কিন্তু এটা সবসময় সঠিক রাস্তা নয়। লিপলাইনারের সঙ্গে সঠিক ভাবে লিপস্টিকটি মেশালে তবে আসে আসল রং।
৩) নুড লিপস্টিক অনেক সময় শুকনো করে দেয় ঠোঁটের ত্বক। তাই নুড লিপস্টিক ব্যবহার করার আগে যদি একটু ক্রিম জাতীয় অথবা লিপ বাম যদি দেওয়া যায় তাহলে বেশ গ্লো করবে এবং ন্যাচারলও দেখাতে লাগবে।
আরও পড়ুন :ফ্যাশানিস্তা জাহ্নবীর এই ‘সামার লুক’-এ সাজিয়ে তুলুন নিজেকে
৪) নিজের জন্য নুড রং পছন্দ করার আগে মাথায় রাখা উচিৎ স্কিন টোন। ত্বক ও চামড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে বেছে নেওয়া উচিৎ উপযুক্ত লিপস্টিকের রং।
৫) লাল লিপস্টিক কে আরও স্পষ্ট বোঝানোর জন্য যেমন কনসিলার ব্যবহার করতে বলা হয় তেমনিই নুড লিপস্টিককে ঠিক ভাবে ফুটিয়ে তোলার জন্যও দরকার নুড লিপস্টিক।
আরও পড়ুন :কীভাবে নিজের পছন্দসই খাবার খেয়েই ধরে রাখবেন স্বাস্থ্য