Cleaning Tips: ডাইনিং টেবিলে মাছ-মাংসের জেদি দাগ! কীভাবে পরিষ্কার করবেন?
বাড়িতে আত্মীয়স্বজন এলে ভালো ভালো রান্না হয়। আমিষভোজী আত্মীয় হলে তো কথাই নেই! মাছ, মাংস সবের ভিড় লেগে যায়। আড্ডা দিতে দিতে হয় জমিয়ে খাওয়া দাওয়া। এরপর আসে বাসনপত্র, ডাইনিং টেবিল পরিষ্কারের পালা।

বাড়িতে আত্মীয়স্বজন এলে ভালো ভালো রান্না হয়। আমিষভোজী আত্মীয় হলে তো কথাই নেই! মাছ, মাংস সবের ভিড় লেগে যায়। আড্ডা দিতে দিতে হয় জমিয়ে খাওয়া দাওয়া। এরপর আসে বাসনপত্র, ডাইনিং টেবিল পরিষ্কারের পালা। তখন অনেকে লক্ষ্য করেন, কিছুক্ষণ আগে যে মাছের কালিয়া কিংবা মটন কষা খেয়েছেন, তার দাগ শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে ডাইনিং টেবিলে। এমন সময় পরিষ্কার করা কঠিন হয়ে ওঠে। এ ছাড়া ডাইনিং টেবিলে মাছ বা মাংসের দাগ পড়ে গেলে তাড়াতাড়ি পরিষ্কার না করলে দুর্গন্ধ ছড়াতে পারে এবং দাগ গাঢ় হয়ে যেতে পারে। নিম্নে কয়েকটি ঘরোয়া উপায়ে সহজে দাগ পরিষ্কার করার পদ্ধতি আলোচনা করা হল।
ডাইনিং টেবিল থেকে মাছ-মাংসের দাগ তোলার ঘরোয়া উপায়:-
১. ভিনিগার ও গরম জল – হালকা গরম জলে সামান্য সাদা ভিনিগার মিশিয়ে নিন। একটি পরিষ্কার কাপড় ভিজিয়ে ডাইনিং টেবিলে যেখানে মাছ-মাংসের দাগ পড়েছে, তা ঘষে পরিষ্কার করে নিন। এরপর শুকনো কাপড় দিয়ে মুছে নিন।
২. লেবুর রস ও বেকিং সোডা – ডাইনিং টেবিলে পড়া মাছ, মাংসের দাগের উপর লেবুর রস দিন। তার উপর একটু বেকিং সোডা ছিটিয়ে দিন। কয়েক মিনিট অপেক্ষা করে নরম কাপড় বা স্পঞ্জ দিয়ে ঘষুন। পরিষ্কার জল দিয়ে কাপড় ভিজিয়ে আবার মুছে ফেলুন।
৩. লিকুইড ক্লিনার ও গরম জল – ১ কাপ গরম জলে ১ চামচ ডিশওয়াশ লিকুইড মিশিয়ে নিন। এরপর কাপড় বা স্পঞ্জ দিয়ে দাগ ঘষুন। ভালোভাবে মুছে নিয়ে শুকিয়ে নিন
প্রসঙ্গত, যদি ডাইনিং টেবিলটি কাঠের হয়, তা হলে অতিরিক্ত জল বা অ্যাসিডিক কিছু বেশি ব্যবহার না করাই ভালো। সেক্ষেত্রে একটু সতর্ক থাকা প্রয়োজন।
