AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

One Day Trip: পুজোর পরে ঢুঁ মারুন হলদিয়ায়, একদিনের সফরে নিরাশ করবে না এই শিল্পনগরী

Road Trip: হলদিয়ার বেশ নাম রয়েছে পর্যটন কেন্দ্র হিসেবেও। এই শিল্প নগরী হতে পারে আপনার একদিনের সফরনামা।

One Day Trip: পুজোর পরে ঢুঁ মারুন হলদিয়ায়, একদিনের সফরে নিরাশ করবে না এই শিল্পনগরী
| Edited By: | Updated on: Oct 02, 2022 | 11:13 AM
Share

পুজোর মধ্যে নিজের বাড়ি কিংবা শহর ছেড়ে অন্য জায়গায় যাওয়ার কোনও মানে হয় না। তবে পুজোর পর যদি একদিনের সফরে কোথাও যেতে চান তাহলে রয়েছে এক শিল্প নগরী। কাছেপিঠে ঘুরতে যাওয়ার জন্য আদর্শ এই জায়গা। নাম হলদিয়া। হলদিয়া সকলের কাছেই সুপরিচিত। কিন্তু জানেন কি হলদিয়ার বেশ নাম রয়েছে পর্যটন কেন্দ্র হিসেবেও। এই শিল্প নগরী হতে পারে আপনার একদিনের সফরনামা।

পূর্ব মেদিনীপুরের অন্যতম বিখ্যাত এই শিল্প নগরী ছোট্ট গেটওয়ের জন্য আদর্শ। কলকাতা থেকে মাত্র ১২৫ কিলোমিটার দূরে অবস্থিত হলদিয়া। সুতরাং, হাওয়া বদলের জন্য আপনি অনায়াসে বেছে নিতে পারবেন এই শিল্প নগরীকে। হাওড়া থেকে ট্রেনে করে পৌঁছে যেতে পারেন হলদিয়া। তবে একদিনের সফরে রোড ট্রিপকেই বেশি প্রাধান্য দেওয়া ভাল। এতে রোড ট্রিপও হবে এবং হলদিয়ার আশেপাশের অঞ্চলও সহজেই ঘুরে নিতে পারবেন।

হুগলী এবং হলদি নদীর মিলনস্থলে অবস্থিত এই শিল্প নগরী একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। সুতরাং, এই প্রাচীন শহরে এলে বন্দর অবশ্যই দেখে যেতে হবে। হলদিয়া রেল স্টেশন থেকে মাত্র ১৫ মিনিটের দূরত্বে হলদিয়া ডক। এখানে গেলেই ঠাওর করতে পারবেন এই শহরের ব্যস্ততা।

হলদিয়াকে পশ্চিমবঙ্গের মেরিন ড্রাইভ বললেও ভুল হবে না। স্বপ্ননগরী মুম্বইয়ের তুলনায় কোনও অংশে কম নয় হলদিয়া। ইস্ট কোস্ট জেটি থেকে থার্ড অয়েল জেটি পর্যন্ত সাজানো হলদিয়া বন্দর। এই সুবিস্তৃত ৬ কিলোমিটার রাস্তার দু’পাশে রয়েছে পাম গাছের সারি। এখানে দাঁড়িয়েই আপনি জাহাজের আনাগোনা, বন্দরের ব্যস্ততা দেখতে পাবেন। এখানেই দাঁড়িয়েই কেটে যেতে পারে আপনার অনেকটা সময়।

কাছেই রয়েছে হলদি নদীর পাড়ে। শীতকালে বনভোজনের জন্য আদর্শ জায়গা এটি। নদীর পাড় জুড়ে রয়েছে নৌকার সারি। কোনও শীতের দুপুরে আস্তানা করে নিতে পারেন হলদি নদীর পাড়ে। বিকালের সূর্যাস্ত দেখতে পারেন এখানে বসে। যদিও কাছেই রয়েছে বালুঘাটা সানসেট পয়েন্ট। এই সানসেট পয়েন্ট থেকেও আপনি সূর্যাস্তের সাক্ষী হতে পারেন।

ফেরার পথে ঘুরে নিতে পারেন মহিষাদল রাজবাড়ি। হলদি নদীর পাড় থেকে মোটামুটি মিনিট চল্লিশেক সময় লাগবে মহিষাদল রাজবাড়ি পৌঁছাতে। এই রাজবাড়ির অন্দরে এখনও আভাস পাওয়া যায় আভিজাত্যের। এছাড়াও ঘুরে নিতে পারেন তমলুক রাজবাড়ি। মহিষাদল রাজবাড়ি থেকে আরও এক ঘণ্টার পথ তমলুক রাজবাড়ি। প্রাচীন স্থাপত্যের ছাপ সুস্পষ্ট হলেও তমলুক রাজবাড়ি এখন ধ্বংসস্তূপে পরিণত রয়েছে।

পশ্চিমবঙ্গের বুকে জাপানিদের বসবাস দেখতে হলে ঘুরে নিতে পারেন ‘সাতাকু’। হলদিয়ার বুকে এক টুকরো জাপান বললেও সাতাকুকে ভুল হবে না। একদিনের সফরে এই পর্যটন কেন্দ্রগুলো অনায়াসে ঘুরে নিতে পারেন। একদিনের রোড ট্রিপ নিরাশ করবে না হলদিয়া।