Road Trips In India: কম খরচে রোড ট্রিপে যাওয়ার সেরা জায়গাগুলি কী কী, দেখুন ছবিতে
ভ্রমণের সময় টাকা বাঁচানোর আরেকটি উপায় হল, এফ-সিজন চলাকালীন রুট সিলেক্ট করা। শুধউ বাজেট-বান্ধব নয়, পর্যটকের ভিড় এড়াতেও পরিকল্পনা করা দরকার।
ট্রেনে-বাসে নয়, নিজের বাহনকে সঙ্গী করেই রোড ট্রিপে বেড়িয়ে পড়বেন, এমনটাই কী পরবর্তী ট্রাভেল প্ল্যান রয়েছে! ব্যায়বহুল ভ্রমণকে টাটা করে এমৃবার নিজের ট্র্যাকে বাহনে করে মুক্ত আকাশে ঘুরে বেড়াতে পারবেন।
ট্রেনে-বাসে নয়, নিজের বাহনকে সঙ্গী করেই রোড ট্রিপে বেড়িয়ে পড়বেন, এমনটাই কী পরবর্তী ট্রাভেল প্ল্যান রয়েছে! ব্যায়বহুল ভ্রমণকে টাটা করে এমৃবার নিজের ট্র্যাকে বাহনে করে মুক্ত আকাশে ঘুরে বেড়াতে পারবেন।
ভ্রমণের সময় টাকা বাঁচানোর আরেকটি উপায় হল, এফ-সিজন চলাকালীন রুট সিলেক্ট করা। শুধউ বাজেট-বান্ধব নয়, পর্যটকের ভিড় এড়াতেও পরিকল্পনা করা দরকার।
দিল্লি থেকে মুসৌরি- নয়াদিল্লি থেকে মুসৌরির দূরত্ব প্রায় ২৯০ কিমি। পৌঁছাতে সময় লাগে মাত্র ৭ ঘণ্টা। অনেকে দেরাদুনে থেকে যান। মুসৌরিতে যাওয়ার আগে হিমালয়ের অন্য সৌন্দর্যের স্বাদ নিয়ে নেন দেরাদুনে।
মুম্বই থেকে লোনাভালা- স্বপ্নের রাজ্যে রোড ট্রিপ করার কোনও শব্দ আপাতত নেই। নদী, জলপ্রপাত, ঘন সবুজে ঘেরা পাহাড়, বৃষ্টিভেজা উপত্যকার বিস্ময়কর দৃশ্যে দেখতে সোলো বা পরিবারকে নিয়ে সেরা রোড ট্রিপ করতে পারেন। লোহাগড় ফোর্টে একবার ঢুঁ মেরে আসতে ভুলবেন না যেন।
অহমদাবাদ থেকে কচ্ছ- প্রায় সাত ঘণ্টার সময়ের মধ্যে অহমদাবাদ থেকে কচ্ছে পৌঁছানো যায়। প্রাকৃতির সৌন্দর্যের পাশাপাশি গুজরাতের শিল্প ও সংস্কৃতির ঘেঁটে দেখতে ভুলবেন না যেন।
কলকাতা থেকে দীঘা- কলকাতা থেকে একটু দূরে কোথাও বেরিয়ে আসতে চান! সপ্তাহান্তে ভ্রমণের জন্য ১৮৪ কিমি পথ অতিক্রম করার জন্য রোড ট্রিপ হল সেরা। জাতীয় সড়ক পথের মাধ্যমে মাত্র ৪ ঘণ্টার মধ্যে কলকাতা থেকে দীঘা পৌঁছানো সম্ভব।
দার্জিলিং থেকে পেলিং- শুধুমাত্র কম খরচের রোড ট্রিপ নয়, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করারও সুযোগ রয়েছে। সবুজ চা বাগান,সুন্দর প্রাকৃতির সৌন্দর্য, মনোরম আবহাওয়া এখানকার প্রধান বিশেষত্ব। মাত্র ৪ ঘণ্টায় ৭২ কিমি পথ পেরিয়ে গরম ধোঁয়া ওঠা দার্জিলিং চায়ের কাপে চুমুক দিতে পারেন।