ফের খুলতে চলেছে শিশু থেকে বড়দের কাছে সবচেয়ে বড় আকর্ষণ দিল্লি চিড়িয়াখানা। আপাতত আগামী পয়লা মার্চ থেকে অনলাইনে টিকিট কেটে জনসাধারণ চিড়িয়াখানায় ফের প্রবেশ করতে পারবেন। এমনটাই জানিয়েছে দিল্লি চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
আগে বলা হয়েছিল, রাজধানীতে ক্রমাগত কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় ৫ জানুয়ারি থেকে চিড়িয়াখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু তাই নয়, ৪ জানুয়ারি থেকে অনলাইন টিকিট সিস্টেমটিও বন্ধ করে দেওয়া হয়।
একটি প্রতিবেদনে বলা হয়েছে, সমস্ত বিভাগের সুপারভাইজারদের পরামর্শ দেওয়া হয়েছে, কোভিড-১৯ প্রোটোকলগুলির কড়াভাবে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া দর্শকরা কোভিড বিধি-নিষেধ মেনে সামাজিক দূরত্ব নিয়মগুলি যে মেনে চলে তাও লক্ষ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে, ২০২১ সালে পয়লা অগস্টে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছিল। কিন্তু ফের কোভিডের বাড়বাড়ন্ত হলে চিড়িয়াখানা অস্থায়ীভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
ন্যাশানাল জুওলজিক্যাল পার্ক হল দেশের তথা দিল্লির একটি অন্যতম জনপ্রিয় আকর্ষণ। যেখানে নানা প্রজাতির সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী প্রাণীর সুবিশাল আবাসস্থল। চিড়িয়াখানার পরিবেশ অনেকটাই প্রাকৃতিক পরিবেশের সাদৃশ্য। দিল্লি চিড়িয়াখানার মূল আকর্ষণ হল সাদা বাঘ, জাগুয়ার, গৌড়, গণ্ডার, হরিণ, সিংহ, ম্য়াকাউ। যেগুলি একেবারেই মিস করলে চলবে না।
কীভাবে অনলাইনে টিকিট বুকিং করবেন?
দিল্লি চিড়িয়াখানার ওয়েবসাইট খুলে সেখানে টিকিটি বুকিং অপশন সিলেক্ট করুন। আপনার পছন্দের স্লট অনুযায়ী টিকিট বুকিং করুন।
আরও পড়ুন: Kerala: আস্ত একটি বাড়ি নিয়েই এবার হবে কেরালা ভ্রমণ! পর্যটকদের জন্য খুলছে প্রথম ‘ক্যারাভান পার্ক’