Flight Tips: মৃত্যু ভয়ে বিমান সফর করতে চান না? বিপদের ঝুঁকি এড়াতে কোন আসনের টিকিট কাটবেন, রইল টিপস

TV9 Bangla Digital | Edited By: megha

Feb 11, 2023 | 12:50 PM

Air Travel Tips: আপৎকালীন দরজা থাকলে প্লেন দুর্ঘটনায় নিজের প্রাণ বাঁচানো সোজা কাজ নয়। তবু, সঠিক আসন বেছে নিলে মৃত্যুর ঝুঁকি একটু কমতে পারে।

Flight Tips: মৃত্যু ভয়ে বিমান সফর করতে চান না? বিপদের ঝুঁকি এড়াতে কোন আসনের টিকিট কাটবেন, রইল টিপস

Follow Us

বিমানে নিজের পছন্দমতো আসন পেতে অনেকেই আগে থেকে অতিরিক্ত টাকা দিয়ে টিকিট বুক করেন। লম্বা মানুষ হলে তিনি জানলার ধারে বা মাঝখানে বসতে চান না। আবার অনেক রয়েছে বাস, ট্রেন থেকে শুরু করে বিমানেও জানলা ধারের সিটে বসতে ভালবাসেন। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ বিমানের মাঝের সিটটা এড়িয়ে যেতে চান। কিন্তু যখন সুরক্ষিত থাকার প্রসঙ্গ আসে, তখন কোন সিট বেছে নেবেন?

বিশ্বজুড়ে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা নেহাত কম নয়। বাসে বা ট্রেনে দুর্ঘটনা এড়ানোর জন্য অনেকেই উইন্ডো সিট পছন্দ করেন। তাছাড়া ট্রেন এবং বাসে আপৎকালীন দরজা ও জানলাও থাকে। কিন্তু বিমানের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। আপৎকালীন দরজা থাকলে প্লেন দুর্ঘটনায় নিজের প্রাণ বাঁচানো সোজা কাজ নয়। তাছাড়া বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। মাঝ আকাশে দুর্ঘটনার মুখে পড়লে প্রাণ বাঁচাবেন কীভাবে, এই চিন্তা থেকেই যায়। তবু, সঠিক আসন বেছে নিলে মৃত্যুর ঝুঁকি একটু কমতে পারে।

‘সেন্ট্রাল কুইন্সল্যান্ড’ বিশ্ববিদ্যালয়ের এভিয়েশনের অধ্যাপক ডগ ড্রুরি বিমানে সফরের টিপস শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, বিমানে কোন আসনে বসা নিরাপদ। মাঝ আকাশে বিমানে আগুন লেগে যাওয়া কিংবা অবতরণের সময় বিমান ভেঙে পড়ার মতো অবাঞ্ছিত বিপদ আসতেই পারে। তাছাড়া এই ধরনের ঘটনা নতুন নয়। তবে, অধ্যাপক ডগের মতে, এই ধরনের বিপদের হাত থেকে নিজের প্রাণে বাঁচতে মাঝের আসনে বসা সবচেয়ে নিরাপদ। জানলা বা করিডোরের আসনগুলোর তুলনায় মাঝের আসনে বসলে প্রাণ বাঁচালেও বাঁচতে পারে। মাঝের আসনে বসলে যেহেতু আপনার দু’পাশে যাত্রী থাকবে, তাই মৃত্যুর ঝুঁকি কমতে পারে।

ডগের কথায়, যেহেতু প্লেনের ডানায় জ্বালানি থাকে, তাই বিমানে আগুন ধরে গেলে এবং মাঝের আসন বসলে ঝুঁকি কম। বিমানের ধরন বা আকার আলাদা হতে পারে, কিন্তু সুরক্ষিত আসন বেছে নেওয়ার নিয়ম সব ফ্লাইটের ক্ষেত্রে সমান। ফ্লাইটগ্লোবালের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী ১২টি বিমান বিপর্যয়ে গত বছর প্রায় ২২৯ জন মারা গেছে। গত ১৫ জানুয়ারি নেপালের পোখরায় বিমান দুর্ঘটনায় প্রাণ হারায় ৬৮ যাত্রী এবং ৪ ক্রু সদস্য। সুতরাং, বিমানে দুর্ঘটনায় সবসময় যে নিজেকে সুরক্ষিত রাখা যায়, তা নয়। কিন্তু আপনি তো চেষ্টা করবেন নিজেকে সুরক্ষিত রাখার।

বিলাসবহুল বিমানের কাঠামো একটু আলাদা হয়। তবে, যে কোনও বিমানের ডানাতেই জ্বালানি থাকে। তাই ডগ ডানার কাছাকাছি কোনও আসনে না বসার পরামর্শ দিয়েছেন। কারণ ডানায় আগুন লাগলে তা গোটা বিমানে ছড়িয়ে পড়ে। এসব ক্ষেত্রে প্রাণ বাঁচানো সহজ কাজ নয়। তবে, নিজেকে সুরক্ষিত রাখলে আপনি বিমানে মাঝের সারির আসন বেছে নিতে পারেন। এছাড়া আপনি আপৎকালীন দরজার কাছাকাছি আসন বেছে নিতে পারেন। এতেও আপনি বিপদের ঝুঁকি এড়াতে পারেন।

Next Article