Low Budget Trip: কম খরচে উত্তরবঙ্গের পাহাড়ে বেড়াতে যেতে চান? কীভাবে ট্রিপ প্ল্যান করবেন, রইল টিপস

TV9 Bangla Digital | Edited By: megha

Apr 27, 2023 | 4:26 PM

North Bengal Travel Tips: ডেস্টিনেশন বেছে নেওয়া সহজ হলেও টিকিট, হোটেল বুকিং, ট্রান্সপোর্টের ব্যবস্থা—সব প্ল্যান করে তারপর বাড়ির বাইরে পা রাখতে হয়। সবচেয়ে বেশি ভাবিয়ে তোলে বাজেট। পকেটের কথা ভেবেই বেড়াতে যাওয়ার প্ল্যান করতে হয়।

Low Budget Trip: কম খরচে উত্তরবঙ্গের পাহাড়ে বেড়াতে যেতে চান? কীভাবে ট্রিপ প্ল্যান করবেন, রইল টিপস

Follow Us

যে হারে গরম পড়েছে, তাতে মনটা শুধু দার্জিলিং টানছে। তার সঙ্গে ফেসবুক জুড়ে বন্ধুদের পাহাড় ভ্রমণের ছবি আরও বিরক্ত করে তুলছে। কিন্তু চাইলেই তো আর বেড়াতে যাওয়া যায় না। বেড়াতে গেলে কমবেশি ঝক্কিও পোহাতে হয়। ডেস্টিনেশন বেছে নেওয়া সহজ হলেও টিকিট, হোটেল বুকিং, ট্রান্সপোর্টের ব্যবস্থা—সব প্ল্যান করে তারপর বাড়ির বাইরে পা রাখতে হয়। চাইলেই ঝোলা নিয়ে বেরিয়ে পড়া যায় না। কিন্তু সবচেয়ে বেশি ভাবিয়ে তোলে বাজেট। পকেটের কথা ভেবেই বেড়াতে যাওয়ার প্ল্যান করতে হয়। যদিও এখন উত্তরবঙ্গের পাহাড়ি গ্রামগুলো অনেক কম খরচেই ঘোরা যায়। তার মধ্যেও কীভাবে কম খরচে সম্পূর্ণ ট্যুরটা প্ল্যান করবেন, রইল তারই টিপস।

১) লো বাজেট ডেস্টিনেশন খুঁজে নিন

বেড়াতে গেলে প্রথম কাজ হল, ডেস্টিনেশন বাছাই করা। এখন বেড়াতে যাওয়ার জায়গা অনেক। কিন্তু যেখানে গেলে খরচ কম হবে, এমন জায়গা বেছে নিতে হবে। কালিম্পং, কার্শিয়াং ও দার্জিলিংয়ের এমন অনেক পাহাড়ি গ্রাম রয়েছে যেখানে অল্প খরচেই ঘোরা যায়। লামাহাটা, তিনচুলে, রামধুরা, মনসং, পেডং, মিরিক, লিংসে, কাফেরগাঁও এমন আরও অনেক পাহাড়ি গ্রাম রয়েছে, যেখানে সহজেই ঘুরে নেওয়া যায়। সেই জায়গাগুলো একটু দেখে নিয়ে বেছে নিন ডেস্টিনেশন।

২) সঠিক হোমস্টে বেছে নিন

হিমাচল প্রদেশ, উত্তরাখন্ডে কম বাজেটে ঘুরতে গেলে কেউ হোটেলে রাত কাটায় না। সবাই বেছে নেয় হোস্টেল। এটা খরচের দিক দিয়ে অনেক বেশি সাশ্রয়ী। তবে উত্তরবঙ্গে সেই অর্থে হোস্টেলের সুবিধা নেই। এখানে রয়েছে হোমস্টে। নির্জন পাহাড়ের কোলে রাত কাটানোর সুযোগ। খাওয়া-দাওয়া একদম বাড়ির মতো। আতিথেয়তাও খুব ভাল। বেশিরভাগ হোমস্টের খরচ থাকা খাওয়া নিয়ে জনপ্রতি ১,২০০ থেকে ২,০০০ টাকা হয়। তাই সেটা দেখে নিয়ে বুক করুন।

৩) গণপরিবহণ ব্যবহার করুন

নিউ জলপাইগুড়ি স্টেশন, নিউ মল জংশন কিংবা বাগডোগরা বিমানবন্দর থেকে গাড়ি ভাড়া করে ডেস্টিনেশনে পৌঁছাতে গেলে গাঁটের কড়ি খসাতে হবে। কমপক্ষে ৫,০০০ টাকা ব্যয় করতে হয় শুধু পরিবহণের পিছনে। এর চেয়ে বেছে নিন গণপরিবহণ। এতে আপনার খরচ কমে যাবে। তার সঙ্গে আপনি স্থানীয় মানুষদের সঙ্গে মেলামেশা করতে পারবেন।

৪) অফ সিজেনে বেড়াতে যান

যে সময় সবাই বেড়াতে যাচ্ছে, সেই সময় হোমস্টে থেকে শুরু করে গাড়ির ভাড়াও বেড়ে যায়। তা ছাড়া হোমস্টে ফাঁকা পাওয়াও বেশ কঠিন হয়। তাই চেষ্টা করুন এমন সময় বেড়াতে যাওয়ার যখন খুব কম মানুষ বেড়াতে যায়। যদিও এখন উত্তরবঙ্গে সারা বছর বাঙালি পর্যটকদের ভিড়। তাহলে উপায় কী? বেছে নিন অফবিট ডেস্টিনেশন। যেখানে পর্যটকদের আনাগোনা একটু কম। সেখানে বেড়াতে গেলে প্রাকৃতিক প্রশান্তিও পাবেন। আর পকেটেও টান পড়বে না।

Next Article