Vande Bharat train: ভারতীয় রেলের ‘বন্দে ভারত’ ট্রেন, ভারতের ৪০টা জায়গায় পৌঁছবে আপনাকে

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jul 22, 2021 | 8:15 AM

ভ্রমপিপাসুদের জন্য সুখের খবর। তবে আর দেরি কিসের? সচেতনতার সঙ্গে সব কোভিড বিধি মেনেই হোক ভারত ভ্রমণ।

Vande Bharat train: ভারতীয় রেলের ‘বন্দে ভারত’ ট্রেন, ভারতের ৪০টা জায়গায় পৌঁছবে আপনাকে

Follow Us

তৃতীয় ঢেউয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে পর্যটন একেবারেই অনিশ্চিত হয়ে পড়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে কোভিড বিধি তৈরী হয়েছে ভিন্ন ভিন্ন। তারইমধ্যে ভ্রমণপিপাসুদের সুবিধা করতে আগামী ২২আগস্ট ভারতীয় রেল ১০টি রুটে ‘বন্দেভারত এক্সপ্রেস’ চালু করছে। যা দেশের ৪০টি শহরকে যুক্ত করবে।

বন্দেভারত এক্সপ্রেস বেশ দ্রুতগতির, যা দুরন্ত বা শতাব্দীর সমতুল্য। এর ভিতরের সজ্জাগুলি একেবারেই আলাদা হবে। একেবারেই আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা কামরা আছে এই ট্রেনে। কেন্দ্র ২০২৪-এর মধ্যে ১০০টি ‘বন্দেভারত এক্সপ্রেস’-এর ব্যবস্থা করবে বলে জানিয়েছে।

মেধা সার্ভো প্রাইভেট লিমিটেড কোম্পানি এই ট্রেনের ইনেকট্রনিক প্রপালশন সিস্টেম তৈরি করছে। চেন্নাইয়ের ইন্ট্রিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF chennai) এই ট্রেনগুলি তৈরি করছে। ২০২১-এর জানুয়ারী মাসেই এই ট্রেন চলার কথা ছিল, তবে তা এই আগস্টেই চালু হচ্ছে। কাজ একেবারেই শেষের পথে। মার্চে ট্রায়াল হয়ে গেছে ইতিমধ্যেই।
শুরুটা হবে দিল্লী থেকে। তারপর আগ্রা, কানপুর, প্রয়াগরাজ, এবং শেষে পুরো দেশে। ভ্রমপিপাসুদের জন্য সুখের খবর। তবে আর দেরি কিসের? সচেতনতার সঙ্গে সব কোভিড বিধি মেনেই হোক ভারত ভ্রমণ।

Next Article