Most Expensive Hotel Room: এই স্যুইটে এক রাত কাটানোর খরচ মাত্র ৮৪ লক্ষ টাকা! হোটেল রুমের অন্দরে আছেটা কী?

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Oct 27, 2023 | 1:49 PM

Travel Tips: নিশ্চয় ভাবছেন ওই বিশেষ স্যুইটের ভাড়া কত? নিশ্চয় জানানো হবে সেকথা। প্রশ্ন হল, এই এমপ্যাথি স্যুইটে কী এমন ব্যবস্থা রয়েছে যার কারণে এই স্যুইটের এক রাত কাটানোর খরচ পৃথিবীর মধ্যে সর্বোচ্চ হয়ে উঠেছে?

Most Expensive Hotel Room: এই স্যুইটে এক রাত কাটানোর খরচ মাত্র ৮৪ লক্ষ টাকা! হোটেল রুমের অন্দরে আছেটা কী?

Follow Us

বেড়াতে গিয়ে সাধারণ মানুষ এমন হোটেল খোঁজেন যেখানে মিলবে খাদ্য, পানীয়, বিশ্রামের জায়গা ও নিরাপত্তা। তবে সকলেই যে শুধু এটুকুতেই সন্তুষ্ট থাকেন তা নয়। কয়েকজনের চাই আরও কিছু বেশি। কেউ চান হোটেলের ভালো অবস্থান, শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা, পার্কিং, ডিনার প্লেস, ভাল ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার। কেউ কেউ চান জিম, স্যুইমিং পুল ইত্যাদির ব্যবস্থা। কারও দাবি উপরোক্ত ব্যবস্থার সঙ্গে রাজকীয় অভ্যর্থনা এবং বিলাসব্যসনের জন্য উপযুক্ত ঠিকানা যা তাঁদের সামাজিক অবস্থানকে সহায়তা প্রদান করবে। পৃথিবীর নানা প্রান্তেই এমন অবিশ্বাস্য ধরনের বিলাসবহুল হোটেল গড়ে উঠেছে।

জানলে অবাক হবেন, এমন একটি হোটেল রয়েছে যে হোটেলের রুম রেন্ট সারা পৃথিবীতে সবচাইতে বেশি! হ্যাঁ ঠিক তাই, লাস ভেগাসের পাম ক্যাসিনো রিসর্টের এমপ্যাথি স্যুইট হল এমন একটি হোটেল রুম যা বিখ্যাত তার বিলাসের আয়োজন এবং ভাড়ার জন্য। নিশ্চয় ভাবছেন ওই বিশেষ স্যুইটের ভাড়া কত? নিশ্চয় জানানো হবে সেকথা। প্রশ্ন হল, এই এমপ্যাথি স্যুইটে কী এমন ব্যবস্থা রয়েছে যার কারণে এই স্যুইটের এক রাত কাটানোর খরচ পৃথিবীর মধ্যে সর্বোচ্চ হয়ে উঠেছে?

খরচ: এমপ্যাথি স্যুইটে একরাত কাটানোর জন্য আপনাকে গুনতে হবে প্রায় ৮৪ লক্ষ টাকা! তবে মরশুমভেদে ভাড়াও বেশি হতে পারে। এবার নিশ্চয় বুঝতে পারছেন কেন এই হোটেলকে মহার্ঘ বলা হয়েছিল!

ঘরের আয়তন: এই স্যুইট কোনও সাধারণ স্যুইট নয়। দ্বিতল এই স্যুইট আপনাকে দেবে ৯ হাজার বর্গফুটে পেন্ট হাউজে থাকার সঙ্গে লাস ভেগাসের অসাধারণ ভিউ-এর অভিজ্ঞতা!

স্থাপত্যশিল্পী: দামিয়েন হার্স্ট-এর নাম সকলেই জানেন। বিশ্বখ্যাত এই ব্রিটিশ শিল্পীই এমপ্যাথি স্যুইটের ডিজাইন করেছেন। ছকভাঙা নানা শিল্পকর্মের জন্য এই শিল্পী ইতিমধ্যেই অত্যন্ত বিতর্কিত।

ব্যবস্থাপনা: এমপ্যাথি স্যুইটে রয়েছে বেশ কিছু ব্যবস্থা যা আগে কোথাও দেখা যায়নি। উদাহরণ হিসেবে বলা যায় জাকুজিতে হট মাসাজ নিতে নিতেই আপনি লাস ভেগাসের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়া রয়েছে বিরাট আকারের মাস্টার বেডরুম, অসংখ্য পানীয়ে ঠাসা বার, লাউঞ্জ! ব্যক্তিগত পুল, ঝুলবারান্দা, বিশালাকায় কাচের জানালা!

অন্যান্য পরিষেবা: ২৪ ঘণ্টা মিলবে বাটলার পরিষেবা, নিজস্ব ফিটনেস রুম, মাসাজ রুম। ক্লান্তি দূর করার জন্য রয়েছে সল্ট বাথরুমও।

নৈশ জীবন: লাস ভেগাসে নৈশ জীবন উপভোগ করতে না পারলে আর যাওয়াই বা কেন! রাত্রির হাতছানিতে যাঁরা জীবন সঁপতে চান তাঁদের কাছে পাম ক্যাসিনো রিসর্ট হয়ে উঠতে পারে সেরা ঠিকানা। কারণ এই হোটেল থেকে লাস ভেগাসের সবথেকে বিলাসবহুল ক্যাসিনোয় যাওয়া যায় দ্রুত।

সুতরাং এমপ্যাথি স্যুইটে কয়েকটা দিন কাটাতে হলে এখন থেকেই শুরু করুন অর্থ সঞ্চয়!

Next Article