দার্জিলিঙের টয়ট্রেন একটি বিশেষ আকর্ষণ। বিশ্বের সবচেয়ে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে সাজানো রেলস্টেশন হওয়ার জন্য ইউনেসকো এবং হিমালয়ান রেলওয়ে সম্মিলিতভাবে বিশ্বের সবচেয়ে সুন্দর হেরিটেজ ট্রেনের স্বীকৃতি দিয়েছে একে। দার্জিলিঙের টয়ট্রেনে বহু দেশি-বিদেশি পরিচালক এবং সিনেমাটোগ্রাফারের প্রথম পছন্দের তালিকায় থাকে। কিন্তু দার্জিলিং সরকারের অধিনস্ত হওয়ায় এই ট্রেনে শ্যুটিঙের জন্য অনুমতি পাওয়া বেশ কষ্টকর। সেই প্রক্রিয়া এখন অনেকটাই সহজ হয়েছে প্রযুক্তির দৌলতে। উত্তর-পূর্ব রেলওয়ে তাদের ওয়েবসাইটে সরাসরি এখন টয়ট্রেন বুকিং-এর ব্যবস্থা করেছে। ফলে আপনি স্লট বুক করে জমিয়ে প্ল্যনটা করতে পারবেন।
শুধু সিনেমার জন্যই আকর্ষণীয় নয়, পর্যটকদেরও এক বিশেষ আকর্ষণ এই টয়-ট্রেন। পাহাড়ের উপর দিয়ে এই ট্রেনযাত্রা বেশ রোম্যান্টিকও বটে। উত্তর-পূর্ব রেলওয়ে জানিয়েছে, বেশিরভাগ বলিউড এবং বাংলা সিনেমার শ্যুটিং-এর জন্য গুয়াহাটি গিয়ে বুক করে আসতে হত টয়ট্রেন। এই পুরো বিষয়টি অনলাইনে হওয়ায় অনেকটা সুবিধা হবে সিনেমা ম্যানেজমেন্টের। ডিএইচআর সাইটে গিয়ে তাঁরা এখন এক ক্লিকেই নিজের স্লট বুক করতে পারবেন।
এখনও অবধি ২০ বলিউড সিনেমার শ্যুটিং হয়েছে এই টয়-ট্রেনের সঙ্গে। পরিণিতা, বরফি, জগ্গা জাসুস ছাড়াও আরও বেশ কিছু নামী বলিউড সিনেমা রয়েছে এই তালিকায়। বাংলা সিনেমা মনে করলে তো শেষ হবে না নামের তালিকা। তবে এবার দার্জিলিং এবং টয়ট্রেন আরোও বেশি সিনেমায় যে থাকবে, তা বোঝাই যাচ্ছে।