Lepcha Jagat: এবার পুজোয় সোলো ট্রিপের জন্য যেতে পারেন পাইন বনে ঘেরা এই অফবিটে!
পাহাড়প্রেমীদের কাছে ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে থাকা অফবিটগুলি। এখন বাঙালি পাহাড় বলতে বোঝে ডুয়ার্স কিংবা দার্জিলিং ও জলপাইগুড়ির আশেপাশে লুকিয়ে থাকা এই অফবিটগুলি। লেপচাজগত হল সেই অফবিটগুলির মধ্যে অন্যতম।
করোনা ভাইরাসের প্রকোপে হাঁপিয়ে উঠেছে সবাই। সেই প্রথম থেকে শুরু হয়েছে ওয়ার্ক ফ্রম হোম। তার ওপর বাইরে বেরোলে মুখে মাস্ক আর হাতে স্যানিটাইজার আবশ্যিক। এর বাইরে কাছে- পিঠে ঘুরতে যাওয়ার জায়গা বলতে বাঙালির কাছে দী-পু-দা। মন চাইছে পাহাড়ের কোলে কোনও নিরিবিলি স্থান। তাই আমরা আপনার জন্য নিয়ে এসেছি এমন এক পাহাড়ি জায়গার খোঁজ, যেখানে নিজের মত করে সময় কাটাতে পারবেন।
দার্জিলিং থেকে মাত্র কয়েক ঘণ্টার দূরত্বে রয়েছে লেপচাজগত। লেপচাজগত হল এমন এক পর্যটন কেন্দ্র যেখানে চোখ মেললেই দেখতে পাবেন তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা। আর যেহেতু আপনার পুজোয় মাত্র ৪ দিনের ছুটি তাই অনাহাসে ঘুরে আসতে পারেন এই পাহাড়ি গ্রামটায়।
পাহাড়প্রেমীদের কাছে ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে থাকা অফবিটগুলি। এখন বাঙালি পাহাড় বলতে বোঝে ডুয়ার্স কিংবা দার্জিলিং ও জলপাইগুড়ির আশেপাশে লুকিয়ে থাকা এই অফবিটগুলি। লেপচাজগত হল সেই অফবিটগুলির মধ্যে অন্যতম।
পাইনগাছে ঘেরা এই গ্রামে রয়েছে হাতে গোনা কয়েকটা হোমস্টে। আপনি যদি ভাবেন যে, সবাই গিয়ে ওখানেই ভীড় করবে, তাহলে তারও উপায় নেই। আর সোলো ট্রিপে যারা যেতে যান, তাদের জন্যও আদর্শ হল এই অফবিট। ঘুম পাহাড়ের কোলে অবস্থিত এই গ্রামে অনাহাসে নিজের মধ্যে হারিয়ে যেতে পারেন।
লেপচাজগতে ভোর হয় কাঞ্চনজঙ্ঘার ওপর সানরাইসের দৃশ্য দিয়ে। তারপর সকালের মিঠে রোদে গরম কফির কাপে চুমুক দিতে দিতে দেখতে পারেন পাইনে ঘেরা এই গ্রামের মনোরম দৃশ্য। ইচ্ছা হলে ঘুরে আসতে পারেন সুখিয়াপোখরি বাজার, তাকদা বাজার, বড় ও ছোট মাঙ্গোয়া, লামাহাটা, তিনচুলে এবং দাওয়াইপানি থেকে।
শীতের কামড় বসাতে না বসাতেই ঝুপ করে এখানে সন্ধ্যে নেমে যায়। চারিদিকে পাইনে ঘেরা এই লেপচাজগতে সন্ধ্যেবেলা ঝিঁ ঝিঁর ডাক ছাড়া আর কিছুই পাবেন না। তবে ওপর থেকে আলোয় মোড়া দার্জিলিং-এর দৃশ্য ভালই দেখতে পাবেন। পাহাড়প্রেমীদের কাছে এই পাহাড়ে সন্ধ্যে নামার দৃশ্যও বিস্ময়কর। তাছাড়া এখানে সূর্য ডোবার সেই মনোরম দৃশ্য কেউই মিস করেন না বিকেলে।
বাজেটের দিক দিয়েও একদম সাশ্রয়ী এই লেপচাজগত। উত্তরবঙ্গগামী যে কোনও ট্রেনে চেপে চলে যান নিউ জলপাইগুড়ি। সেখান থেকে গাড়ি ভাড়া করে সোজা লেপচাজগতে পৌঁছে যেতে পারেন। ইচ্ছা হলে কলকাতা থেকে গাড়ি, বাইক বা বাসে করেও পৌঁছে যেতে পারেন নিউ জলপাইগুড়ি, সেখান থেকে এই ছোট্ট জনপদে।
আরও পড়ুন: Dawaipani: হাত বাড়ালেই মেঘ পাওয়া যেতে পারে দার্জিলিং-এর এই অফবিটে!
আরও পড়ুন: Sikkim: পুজোর ছুটিতে সিকিম-ভ্রমণ! এ বছর কোথায় গেলে বেশি লাভবান হবেন, জেনে নিন
আরও পড়ুন: Haunted Place: গা ছমছম অনুভূতি পেতে চান? কার্শিয়াংয়ের এই জায়গার ব্যাপারে জেনে নিন