Pujo Parikrama: পুজো পরিক্রমা প্যাকেজের সৌজন্যে #pujosorted, পর্যটন দফতর ঘুরিয়ে দেখাবে বনেদি বাড়ি থেকে সর্বজনীন মণ্ডপ

TV9 Bangla Digital | Edited By: megha

Sep 29, 2023 | 9:30 AM

West Bengal Tourism: কলকাতা শহরজুড়ে বনেদি বাড়ি এবং বারোয়ারির পুজো দেখার জন্য দু'টি প্যাকেজে পুজো পরিক্রমার আয়োজন করেছে রাজ্যের পর্যটন দফতর। সেগুলো হল 'উদ্ব‌োধনী' ও 'সনাতনী'। কলকাতা শহরের ভিড় এড়িয়ে যদি দুর্গাপুজো দেখতে চান, সেই সুবিধাও রয়েছে পুজো পরিক্রমার প্যাকেজে।

Pujo Parikrama: পুজো পরিক্রমা প্যাকেজের সৌজন্যে #pujosorted, পর্যটন দফতর ঘুরিয়ে দেখাবে বনেদি বাড়ি থেকে সর্বজনীন মণ্ডপ

Follow Us

পুজো শুরু হতে আর একমাসও বাকি নেই। পুজোর শপিংয়ের পাশাপাশি চলছে উৎসবের চারদিন কীভাবে কাটাবেন তার প্লানিংও। ঢাকে কাঠি পড়লেই আপনিও তৈরি হয়ে যাবেন প্যান্ডেল হপিংয়ের জন্য। কিন্তু আপনার যদি প্যান্ডেল হপিংয়ের প্ল্যান না হয়ে থাকে কিংবা রাজ্যের বনেদি বাড়ির পুজো দেখার ইচ্ছে থাকে, তাহলে টুক করে লগ-ইন করুন রাজ্যের পর্যটন দফতরের ওয়েবসাইট। প্রতিবারের মতো এ বছরও পুজো পরিক্রমার আয়োজন করেছে পর্যটন দফতর। একাধিক আকর্ষণীয় প্যাকেজ নিয়ে এসেছে পুজো উপলক্ষে।

কলকাতা শহরজুড়ে বনেদি বাড়ি এবং বারোয়ারির পুজো দেখার জন্য দু’টি প্যাকেজে পুজো পরিক্রমার আয়োজন করেছে রাজ্যের পর্যটন দফতর। সেগুলো হল ‘উদ্বোধনী’ ও ‘সনাতনী’। কলকাতা শহরের ভিড় এড়িয়ে যদি দুর্গাপুজো দেখতে চান, সেই সুবিধাও রয়েছে পুজো পরিক্রমার প্যাকেজে। ‘হুগলি সফর’-এ দেখতে পাবেন শহরতলির পুজো।

উদ্বোধনী: সারারাত ধরে কলকাতার সর্বজনীন পুজো দেখতে চাইলে এই প্যাকেজ বেছে নিন। রবীন্দ্র সদন থেকে মাত্রা শুরু হবে। কলেজ স্কোয়ার, মহম্মদ আলি পার্ক, কাশী বোস লেন, ৬৬ পল্লি, মুদিয়ালি, শিব মন্দির, একডালিয়া, সিংহী পার্ক, একডালিয়া এভারগ্রিন, হিন্দুস্তান পার্ক, বাদামতলা আষাঢ় সংঘ ইত্যাদি জায়গায় ঠাকুর ঘুরিয়ে দেখানো হবে। তৃতীয়া ও চতুর্থীতে রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত এই প্যাকেজের সুবিধা নিতে পারবেন। থাকছে এসি বাসে চেপে ঘোরানোর বন্দোবস্ত এবং ডিনারের ব্যবস্থা। মাথাপিছু মাত্র ২,০৯৯ টাকা খরচ করলেই উদ্বোধনী প্যাকেজে প্যান্ডেল হপিং সেরে ফেলতে পারেন।

সনাতনী: শহরের বনেদি বাড়ির পুজো ঘুরতে দেখতে চান? এই সুবিধা পাবেন সনাতনী প্যাকেজে। সপ্তমী, অষ্টমী ও নবমীর সকালে ঘুরে দেখতে পারবেন বনেদি বাড়ির পুজো। শোভাবাজার রাজবাড়ি, ছোটুবাবু লাটুবাবু বাড়ি, চন্দ্র বাড়ি, রানি রাসমণি বাড়ি, ঠনঠনিয়া দত্ত বাড়ি ইত্যাদি জায়গার পুজো ঘুরিয়ে দেখানো হবে এই সনাতনী প্যাকেজের মধ্যে। এছাড়া থাকছে ব্রেকফাস্ট ও লাঞ্চের সুবিধা। মাথাপিছু মাত্র ১,৯৯৯ টাকা খরচ করলেই আপনি সনাতনী পুজো পরিক্রমার অংশ হতে পারবেন।

হুগলি সফর: শহরতলির পুজো দেখার জন্য পর্যটন দফতর ‘হুগলি সফর’ প্যাকেজ নিয়ে এসেছে। শ্রীরামপুর গোস্বামী বাডি, বুড়ি দুর্গা, শেওড়াফুলি রাজবাড়ির পুজো, হংসেশ্ব‌রী মন্দির ও অনন্ত বাসুদেব মন্দির, হুগলি গুপ্তিপাড়া দুর্গাবাড়ি পুজো, গুপ্তিপাড়া সেনবাড়ির মন্দির ইত্যাদি ঘুরিয়ে দেখানো হবে এই প্যাকেজে। সপ্তমী, অষ্টমী ও নবমী থাকছে হুগলি সফর। সকাল ৭টায় রবীন্দ্র সদন থেকে বাস ছাড়া হবে এবং সন্ধে সাড়ে আটটায় আবার বাস রবীন্দ্র সদন আসবে। এই প্যাকেজে ব্রেকফাস্ট ও লাঞ্চ মিলবে। মাথাপিছু মাত্র ৩,৪৯৯ টাকা খরচ পড়বে এই প্যাকেজে।

Next Article