ভারতের এই পাঁচ মন্দিরে রাবণকে দেবতা রূপে পুজো করা হয়!
গোটা ভারতের একটি সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি এবং পৌরাণিক কাহিনি রয়েছে। ভারতীয় পৌরাণিক কাহিনির অন্যতম আকর্ষণীয় চরিত্র হল রাবণ। পুরাণে উল্ল্খে আছে, লঙ্কার অধিপতি দশানন আদতে পালকপিতা ব্রহ্মার প্রপৌত্র।শিবের একনিষ্ঠ ভক্ত। সাধারণের কাছে রাবণ হলেন একজন দুষ্ট চরিত্রের। রামায়ণ অনুযায়ী, প্রতিহিংসার বশে রামচন্দ্রের স্ত্রী সীতাকে অপহরণ করেছিলেন।সেই অন্যায়ের কেসারত দিতে হয় রাবণকেই। প্রসঙ্গত, রাবণের চরিত্রের দুটি দিক রয়েছে, তিনি যে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমানের একজন, তা অস্বীকার করলে চলবে না।
Most Read Stories