ভারতের এই পাঁচ মন্দিরে রাবণকে দেবতা রূপে পুজো করা হয়!

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jul 17, 2021 | 4:58 PM

গোটা ভারতের একটি সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি এবং পৌরাণিক কাহিনি রয়েছে। ভারতীয় পৌরাণিক কাহিনির অন্যতম আকর্ষণীয় চরিত্র হল রাবণ। পুরাণে উল্ল্খে আছে, লঙ্কার অধিপতি দশানন আদতে পালকপিতা ব্রহ্মার প্রপৌত্র।শিবের একনিষ্ঠ ভক্ত। সাধারণের কাছে রাবণ হলেন একজন দুষ্ট চরিত্রের। রামায়ণ অনুযায়ী, প্রতিহিংসার বশে রামচন্দ্রের স্ত্রী সীতাকে অপহরণ করেছিলেন।সেই অন্যায়ের কেসারত দিতে হয় রাবণকেই। প্রসঙ্গত, রাবণের চরিত্রের দুটি দিক রয়েছে, তিনি যে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমানের একজন, তা অস্বীকার করলে চলবে না।

1 / 6
ভারতের প্রায় সব রাজ্যেই রাম-সীতা ও হনুমানকে দেবতাজ্ঞানে পুজো করা হয়। কিন্তু রাবণ! তিনিও বেশ কয়েকটি জায়াগায় পূজিত হন। আর সেই নিয়ে বেঁধেছে সোরগোল।ভারতেরই অন্তর্গত এমনই কয়েকটি স্থানের নাম উল্লেখ করা হল, যেখানে পূজিত হন লঙ্কার অধিপতি।

ভারতের প্রায় সব রাজ্যেই রাম-সীতা ও হনুমানকে দেবতাজ্ঞানে পুজো করা হয়। কিন্তু রাবণ! তিনিও বেশ কয়েকটি জায়াগায় পূজিত হন। আর সেই নিয়ে বেঁধেছে সোরগোল।ভারতেরই অন্তর্গত এমনই কয়েকটি স্থানের নাম উল্লেখ করা হল, যেখানে পূজিত হন লঙ্কার অধিপতি।

2 / 6
রাভঙ্গরাম মন্দির, বিদিশা, মধ্যপ্রদেশ- এই রাজ্যের বিদিশা জেলায় অবস্থিত, রাবণগ্রাম ভারতের অন্যতম বিখ্যাত রাবণ মন্দির। তাঁর নামে রাবণগ্রাম নামে একটি গ্রাম আছে। বিদিশার বাসিন্দারা বিয়ের মতো গুরুত্বপূর্ণ এবং বিশেষ অনুষ্ঠানে রাবণের মন্দিরটি ভ্রমণকে শুভ মনে করেন। এটা বিশ্বাস করা হয় যে রাবণের স্ত্রী মন্দোদরী বিদিশার বাসিন্দা।

রাভঙ্গরাম মন্দির, বিদিশা, মধ্যপ্রদেশ- এই রাজ্যের বিদিশা জেলায় অবস্থিত, রাবণগ্রাম ভারতের অন্যতম বিখ্যাত রাবণ মন্দির। তাঁর নামে রাবণগ্রাম নামে একটি গ্রাম আছে। বিদিশার বাসিন্দারা বিয়ের মতো গুরুত্বপূর্ণ এবং বিশেষ অনুষ্ঠানে রাবণের মন্দিরটি ভ্রমণকে শুভ মনে করেন। এটা বিশ্বাস করা হয় যে রাবণের স্ত্রী মন্দোদরী বিদিশার বাসিন্দা।

3 / 6
বিসরাখ রাবণ মন্দির, উত্তর প্রদেশ- অনেক লোকই জানেন না যে উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় বিসরাখ অসুর-রাজা রাবণের জন্মস্থান। ভারতের এই গ্রামে তাঁর উপাসনা করা হয় এবং এ কারণেই এখানকার মানুষরা দশের উদযাপন করেন না বা রাবণের প্রতিমা পোড়ান না। এই জনপদে নবরাত্রি শোকের সময়।

বিসরাখ রাবণ মন্দির, উত্তর প্রদেশ- অনেক লোকই জানেন না যে উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় বিসরাখ অসুর-রাজা রাবণের জন্মস্থান। ভারতের এই গ্রামে তাঁর উপাসনা করা হয় এবং এ কারণেই এখানকার মানুষরা দশের উদযাপন করেন না বা রাবণের প্রতিমা পোড়ান না। এই জনপদে নবরাত্রি শোকের সময়।

4 / 6
রাবণগ্রাম রাবণ মন্দির, মন্দাসৌর, মধ্য প্রদেশ- এই রাজ্যেরমালওয়া অঞ্চলের মন্দসৌড় শহরে অবস্থিত।স্থানীয়দের মতে,  রাবণ মন্দিরটিতে রাবণ এবং মন্দোদরীদেবীর বিয়ে হয়েছিল বলে সেখানে একটি মন্দির নির্মিত হয়েছে। মন্দিরটি উদযাপন করে; রাবণের পাশাপাশি মন্দিরের ভিতরে আরও বেশ কয়েকটি মহিলা দেবদেবতা রয়েছে।

রাবণগ্রাম রাবণ মন্দির, মন্দাসৌর, মধ্য প্রদেশ- এই রাজ্যেরমালওয়া অঞ্চলের মন্দসৌড় শহরে অবস্থিত।স্থানীয়দের মতে, রাবণ মন্দিরটিতে রাবণ এবং মন্দোদরীদেবীর বিয়ে হয়েছিল বলে সেখানে একটি মন্দির নির্মিত হয়েছে। মন্দিরটি উদযাপন করে; রাবণের পাশাপাশি মন্দিরের ভিতরে আরও বেশ কয়েকটি মহিলা দেবদেবতা রয়েছে।

5 / 6
মন্দোর রাবণ মন্দির, যোধপুর, রাজস্থান- হিন্দুরা বিশ্বাস করে যে মন্দোর রাজ্যের ব্রাহ্মণরা রাবণের বংশধর এবং এই মন্দিরটি তাদের দ্বারা যোধপুরের মন্দোর অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছিল। তারা দশেরা উদযাপন করে না তবে শ্রাদ করে এবং একই দিনে পিনডান দেয়।

মন্দোর রাবণ মন্দির, যোধপুর, রাজস্থান- হিন্দুরা বিশ্বাস করে যে মন্দোর রাজ্যের ব্রাহ্মণরা রাবণের বংশধর এবং এই মন্দিরটি তাদের দ্বারা যোধপুরের মন্দোর অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছিল। তারা দশেরা উদযাপন করে না তবে শ্রাদ করে এবং একই দিনে পিনডান দেয়।

6 / 6
কাকিনাদা রাবণ মন্দির, অন্ধ্রপ্রদেশ- এটি বিশ্বাস করা হয় যে মন্দিরটি আজ যে স্থানে দাঁড়িয়ে আছে সেটিকে রাবণ নিজেই বেছে নিয়েছিলেন। জনশ্রুতি রয়েছে যে শিবকে উত্সর্গীকৃত মন্দির তৈরির জন্য রাবণ স্পটটি বেছে নিয়েছিলেন।

কাকিনাদা রাবণ মন্দির, অন্ধ্রপ্রদেশ- এটি বিশ্বাস করা হয় যে মন্দিরটি আজ যে স্থানে দাঁড়িয়ে আছে সেটিকে রাবণ নিজেই বেছে নিয়েছিলেন। জনশ্রুতি রয়েছে যে শিবকে উত্সর্গীকৃত মন্দির তৈরির জন্য রাবণ স্পটটি বেছে নিয়েছিলেন।

Next Photo Gallery