Sikkim: পর্যটকদের জন্য খুলে গেল নাথু লা ও ছাঙ্গু লেক, পুজোয় যেতে পারবেন বাবা মন্দিরও

TV9 Bangla Digital | Edited By: megha

Oct 18, 2023 | 9:15 AM

Nathu La & Tsomgo Lake: উত্তর সিকিম আপাতত পর্যটকদের জন্য বন্ধই রয়েছে। অর্থাৎ লাচুং-লাচেনের পরিকল্পনা থাকলে, তা আপনাকে বাতিল করতে হবে। তবে, পুজোয় নাথু লা ও ছাঙ্গু লেক বেড়াতে যাওয়ার পারমিট পেয়ে যাবেন। তার সঙ্গে ঘুরে আসতে পারেন বাবা মন্দিরও।

Sikkim: পর্যটকদের জন্য খুলে গেল নাথু লা ও ছাঙ্গু লেক, পুজোয় যেতে পারবেন বাবা মন্দিরও

Follow Us

পুজোর আগে সিকিম বিপর্যয়ে ঘুম উড়ছিল বাঙালির। সিকিমে পুজোর ছুটি কাটানোর পরিকল্পনা রাতারাতি ভেস্তে গিয়েছিল তিস্তার হড়পা বানে। এই মুহূর্তে উত্তর সিকিম বেড়াতে যাওয়া যে সম্ভব নয়, তা জানিয়ে দেওয়া হয়েছিল সিকিম সরকারের তরফ থেকে। পাশাপাশি বহু পর্যটক আটকে ছিলেন লাচুং-লাচেনের মতো পর্যটন কেন্দ্রে। তবে, পুজোর আগেই পর্যটকদের সুখবর দিল সিকিম। গত ১৭ অক্টোবর থেকে নাথু লা ও ছাঙ্গু লেক যাওয়ার জন্য পারমিট দেওয়া শুরু হয়েছে। অর্থাৎ, পুজোর আগেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হল এই দুই পর্যটন কেন্দ্র।

পুজোর সময় বাঙালি পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায় দার্জিলিং, কালিম্পং ও সিকিমের বিভিন্ন পর্যটন কেন্দ্র। প্রায় ৭০ শতাংশ বুকিংও থাকে পুজোর মরশুমে। কিন্তু এ বছর পুজোর দু’সপ্তাহ আগে সিকিম যে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, তাতে বদলে গিয়েছে অনেক কিছু। প্রাকৃতিক বিপর্যয়ে সিকিমের পর্যটন মানচিত্র থেকে মুছে গিয়েছে অনেক গ্রাম। প্রাকৃতিক বিপর্যয়ের খবর দেখে অনেকেই বাতিল করে দেন সিকিম ভ্রমণ। জানিয়ে দেওয়া হয়, উত্তর সিকিম যাওয়া এখন সম্ভব নয়। তবে, পুজোর আগেই খুশির খবর।

উত্তর সিকিম আপাতত পর্যটকদের জন্য বন্ধই রয়েছে। অর্থাৎ লাচুং-লাচেনের পরিকল্পনা থাকলে, তা আপনাকে বাতিল করতে হবে। তবে, নাথু লা ও ছাঙ্গু লেক বেড়াতে যাওয়ার পারমিট পেয়ে যাবেন। গ্যাংটক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত ছাঙ্গু। ছাঙ্গু লেক থেকে আরও প্রায় ১৭ কিলোমিটার গেলে নাথু লা। ১৪.২৫০ ফুট উচ্চতায় অবস্থিত নাথু লা ভারত-চিনা সীমান্তে অবস্থিত। এছাড়া এই রুটে রয়েছে বাবা মন্দির। এগুলো সিকিমের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র।

উত্তর সিকিম না যেতে পারলেও পূর্ব, পশ্চিম ও দক্ষিণ সিকিম ভ্রমণে আর বাধা নেই। সিকিম সরকারের তরফ থেকে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে উল্লেখ রয়েছে যে, পশ্চিম ও দক্ষিণ বিপদ মুক্ত। তাই নিশ্চিন্তে বেড়াতে যেতে পারেন পশ্চিম ও দক্ষিণ সিকিমে। এতে খুশির জোয়ার পর্যটক ও পর্যটন ব্যবসায়ীদের মধ্যে।

নাথু লা ও ছাঙ্গু লেকের পাশাপাশি পশ্চিম সিকিমের রিনচেনপং, পেলিং, রাবাংলা, নামচি, কালুক, ছায়াতালের মতো পর্যটন কেন্দ্রগুলো যেতে পারেন। দক্ষিণ সিকিমের মধ্যে জোরথাং, টেমি চা বাগানও নিশ্চিন্তে ঘুরে আসতে পারেন। তাই সিকিম ভ্রমণ বাতিল না করে সঠিক ডেস্টিনেশন বেছে নিন।

Next Article