Sikkim Itinerary: পুজোয় প্রথমবার সিকিম যাচ্ছেন? কীভাবে ৫ দিনের ট্রিপ প্ল্যান করবেন, রইল টিপস
Travel Tips: ৫ দিনের সিকিম ভ্রমণ পরিকল্পনার করার জন্য, আপনি কোন দিকে বেড়াতে যেতে চান, সেটা আগে ঠিক করা দরকার। আজকাল উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম—সিকিমের ৪ দিক একসঙ্গে ঘুরে দেখা সম্ভব নয়, তাও কম দিনের মধ্যে। তাই প্রথমে ঠিক করুন কোন দিকে যেতে চান।

এ বছর পুজোয় অনেকেই প্রথমবার সিকিম যাবেন। প্রথমবার কোন কোন জায়গা যাবেন অথবা ৫ দিনের ছুটিতে কীভাবে সিকিম ঘুরে দেখবেন, এটাই অনেকে বুঝতে পারছেন না। আপনিও যদি তাঁদের দলে নাম লিখিয়ে থাকেন, তাহলে এই নিবন্ধটি রইল। ৫ দিনের ছুটিতে সিকিমের কোন দিকে বেড়াতে যাবেন, কোন-কোন জায়গা রাখবেন বাকেটলিস্টে, আর কোথায় রাত কাটাবেন, রইল যাবতীয় তথ্য।
১) ৫ দিনের সিকিম ভ্রমণ পরিকল্পনার করার জন্য, আপনি কোন দিকে বেড়াতে যেতে চান, সেটা আগে ঠিক করা দরকার। আজকাল উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম—সিকিমের ৪ দিক একসঙ্গে ঘুরে দেখা সম্ভব নয়, তাও কম দিনের মধ্যে। তাই প্রথমে ঠিক করুন কোন দিকে যেতে চান।
২) প্রথমবার সিকিম গেলে গ্যাংটক দিয়ে ট্রিপ শুরু করা দরকার। নিউজলপাইগুড়ি স্টেশন বা বাগডোগরা বিমানবন্দর থেকে সরাসরি গ্যাংটক পৌঁছে যান। পৌঁছতে দুপুর পেরিয়ে যাবে। তবে, সেদিন হোটেলে বসে না থেকে বেড়িয়ে পড়তে পারেন ম্যাল ঘুরতে। মোমো-আইসক্রিমে খেতে খেতে উপভোগ করুন সিকিমের রাজধানীকে।
৩) গ্যাংটক থেকে দ্বিতীয় দিন সকালে যাত্রা শুরু করুন। ম্যালের খুব কাছেই রয়েছে রোপওয়ে পরিষেবা। সেখান থেকে দেখা যায় গোটা গ্যাংটক শহরকে। এছাড়া গাড়ি নিয়ে চলে যেতে পারেন বান ঝাকরি ফলস্। তারপর চলুন আরেকটু দূরে। ঝাঙ্গু লেক, বাবা মন্দির ও নাথুলা পাস। এগুলো গ্যাংটক থেকে গাড়ি নিয়ে একদিনেই ঘুরে আসা যায়।
৪) গ্যাংটক থেকে পরিকল্পনা করুন উত্তর সিকিম ঘুরে দেখার। সিকিমের দক্ষিণ দিকে রয়েছে লাচুং, লাচেন, গুরুদংমার লেক ইত্যাদি। এসব জনপ্রিয় পর্যটন কেন্দ্র ঘুরে দেখতে গেলে গ্যাংটক থেকে সক্কাল-সক্কাল বেড়িয়ে পড়ুন লাচুংয়ের উদ্দেশ্যে।
৫) লাচুং ঘুরে পৌঁছে যান লাচেনে। সারাদিন ঘুরে দেখুন এই দুই পাহাড়ি গ্রাম। এখানে মূলত বাস লেপচা ও তিব্বতীদের। ৩০০০ মিটার উচ্চতায় অবস্থিত এই পাহাড়ি গ্রাম থেকে দেখে কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগও রয়েছে। লাচেন থেকে পরদিন সকালে রওনা দিন গুরুদংমার লেকের উদ্দেশ্যে। প্রায় প্রায় ৪-৫ ঘণ্টার রাস্তা। গুরুদংমার লেক ঘুরে ফিরে আসুন লাচেনে।
৬) লাচেন থেকে আবার ফিরে আসতে পারেন গ্যাংটক। গ্যাংটক থেকে গাড়ি নিয়ে আবার বেড়িয়ে পড়তে পারেন সিকিমের দক্ষিণ-পশ্চিম দিক ঘুরে দেখতে। প্রথমদিন যেতে পারেন দক্ষিণ সিকিমের জনপ্রিয় পর্যটন কেন্দ্র রাবাংলায়। এখানে রয়েছে একটি বৌদ্ধ মঠ। রাবাংলায় একরাত কাটিয়ে চলুন পশ্চিম সিকিমের পেলিংয়ে। পেলিংয়ে একরাত বিশ্রাম নিয়ে বাড়ির জন্য রওনা দিতে পারেন।
