Switzerland Travel: কোভ্যাক্সিনে গ্রিন টিক! এই টিকার দুটো ডোজ় নেওয়া থাকলে যেতে পারবেন সুইজারল্যান্ড…

TV9 Bangla Digital | Edited By: aryama das

Nov 15, 2021 | 1:32 PM

সুইজারল্যান্ড এখন কোভ্যাক্সিন টিকা নেওয়া ভারতীয় পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে...

Switzerland Travel: কোভ্যাক্সিনে গ্রিন টিক! এই টিকার দুটো ডোজ় নেওয়া থাকলে যেতে পারবেন সুইজারল্যান্ড...

Follow Us

দীর্ঘ দুবছর পর বেড়াতে যাওয়ার পরিকল্পনা হয়েছে? এদিকে কোভ্যাক্সিন টিকা নেওয়া বলে সুইজারল্যান্ডে রোম্যান্টিক সময় কাটানোর কথা ভাবতেই পারছেন না? আপনার সব সমস্যার সুরাহা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কোভ্যাক্সিন টিকা নিলে ভারতীয় যাত্রীরা এখন সুইজারল্যান্ড ভ্রমণ করতে পারবেন। কোভ্যাক্সিনের অনুমোদনের বিষয়ে একটি অফিসিয়াল আপডেট এসেছে। যেখানে সুইজারল্যান্ড ট্যুরিজম উল্লেখ করেছে যে ভারত থেকে সমস্ত সম্পূর্ণ টিকাপ্রাপ্ত যাত্রীরা এখন কোয়ারেন্টাইন ছাড়াই সুইজারল্যান্ডে ভ্রমণ করতে পারবেন এবং পৌঁছানোর পরে তাদের একবার কোভিড পরীক্ষা করিয়ে নিতে হবে শুধু।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO জরুরী ব্যবহারের জন্য ভারতের দেশে তৈরি ভ্যাকসিনে সম্মতি দিয়েছে সম্প্রতি। এরপর সুইজারল্যান্ডও এখন কোভ্যাক্সিন টিকা নেওয়া ভারতীয় পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সম্পূর্ণরূপে টিকাপ্রাপ্ত পর্যটক, যারা কোভ্যাক্সিন বা কোভিশিল্ড উভয় ডোজ গ্রহণ করেছেন তাদের এখন শুধুমাত্র একটি এন্ট্রি ফর্ম পূরণ করতে হবে এবং সুইজারল্যান্ডে আগমনের সময় কোভিড টিকার শংসাপত্র দেখাতে হবে। এছাড়াও সেই সমস্ত যাত্রীদেরও কোয়ারেন্টাইন এবং পরীক্ষা করতে হবে না যারা গত ৬ মাসের মধ্যে কোভিড থেকে সেরে উঠেছেন।

দিল্লিতে সুইজারল্যান্ডের দূতাবাস এবং ভিএফএস গ্লোবালও টাইপ সি সহ (যার মধ্যে ১৮০ দিনের মধ্যে প্রবেশ এবং ৯০ দিন পর্যন্ত থাকার ব্যবস্থা রয়েছে) সহ সমস্ত ধরণের শেনজেন সুইস ভিসার জন্য আবেদন গ্রহণ করা শুরু করেছে। তাই সেই সমস্ত টিকাপ্রাপ্ত ভ্রমণকারীরা এখন মুম্বাই, কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু, কোচিন, চেন্নাই এবং হায়দ্রাবাদের ভিএফএস গ্লোবাল সেন্টার জুড়ে তাদের ভিসার জন্য আবেদন করতে পারবেন।

যারা বাচ্চাদের সঙ্গে ভ্রমণ করছেন তারা ভ্রমণকারী প্রাপ্তবয়স্কদের সঙ্গে তাদের বাচ্চাদের প্রবেশপত্র পূরণ করতে পারেন। ১৬ বছরের কম বয়সীদের করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে না। ফলে তাদের আসার ৪ থেকে ৭ দিনের মধ্যে পরীক্ষাও করতে হবে না।

যারা সুইজারল্যান্ড থেকে অভ্যন্তরীণভাবে অন্যান্য দেশগুলিতে যান বা অন্য দেশের মধ্য দিয়ে সুইজারল্যান্ডে আসেন তাদের জন্য কিন্তু সেই দেশের নিয়মাবলী প্রযোজ্য হবে।

আরও পড়ুন: কোভিড পরবর্তী ভ্রমণে শিশুদের জন্য নয়া নিয়ম! জেনে নিন ৫ বছরের কম বয়সী আন্তর্জাতিক ভ্রমণকারীরা কী কী করবেন..

Next Article