Jungle Safari: গন্ডারের তাড়ায় উল্টে যায় পর্যটক বোঝাই জিপ, জঙ্গল সাফারিতে কোন নিয়ম মানলে এড়ানো যাবে দুর্ঘটনা?

TV9 Bangla Digital | Edited By: megha

Feb 28, 2023 | 12:09 PM

Travel Tips for Jungle Safari: জঙ্গল সাফারিতে গিয়ে বিনা অনুমতিতে কোনও পর্যটক জিপ থেকে নিচে নামতে পারবেন না। এমনকী খোলা যাবে না গাড়ির দরজাও। কোনও বন্য প্রাণীকে উত্যক্ত করা যাবে না।

Jungle Safari: গন্ডারের তাড়ায় উল্টে যায় পর্যটক বোঝাই জিপ, জঙ্গল সাফারিতে কোন নিয়ম মানলে এড়ানো যাবে দুর্ঘটনা?

Follow Us

গত শনিবার জঙ্গল সাফারি করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন একদল পর্যটক। দুই গন্ডারের তাড়ায় পর্যটক বোঝাই জিপ উলটে যায়। কপাল জোরে প্রাণ বাঁচে পর্যটকদের। জলদাপাড়া জাতীয় উদ্যানের ঘটনা। বন দফতর তৎপরতার উদ্ধার করা হয় পর্যটকদের। এরপরই তড়িঘড়ি জলদাপাড়া বনবিভাগের শীর্ষ বনাধিকারিকরা গাইড, জিপ চালকদের নিয়ে একটি বৈঠক হয়। আপাতত জঙ্গল সাফারি বন্ধ করা হচ্ছে না। কিন্তু বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে, যা জঙ্গল সাফারির সময় গাইড, জিপের চালক ও পর্যটকদের মানতেই হবে।

ওই বৈঠকে ঠিক হয় যে, জঙ্গল সাফারিতে গিয়ে বিনা অনুমতিতে কোনও পর্যটক জিপ থেকে নিচে নামতে পারবেন না। এমনকী খোলা যাবে না গাড়ির দরজাও। কোনও বন্য প্রাণীকে উত্যক্ত করা যাবে না। হাতি, বাইসন, গন্ডারের মতো যে বন্যজন্তু দেখার সময় নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। এরপরও হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, হুড খোলা জিপে কি জঙ্গল সাফারি করা নিরাপদ।

জলদাপাড়া জাতীয় উদ্যানে এমন দুর্ঘটনা এর আগে কোনওদিন ঘটেনি। এমনকী এই দুর্ঘটনারও স্বাভাবিক নিয়ম মেনেই এখনও জলদাপাড়ায় জঙ্গল সাফারি হচ্ছে। তাছাড়া ভারতের এমন অনেক অভয়ারণ্য রয়েছে, যেখানে এভাবেই হুল খোলা জিপে জঙ্গল সাফারি হয়ে থাকে। জিম করবেট, গির, কানহা, কাজিরাঙ্গার মতো জনপ্রিয় অভয়ারণ্যগুলোতে হুড খোলা জিপে জঙ্গল সাফারির সুবিধা রয়েছে। সেখানে গেলে সিংহ, গন্ডার, হরিণের মতো বিভিন্ন পশুপাখিও দেখা যায়।

হুড খোলা জিপে চেপে জঙ্গল সাফারিতে গেলে জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য সবই লক্ষ্য করা যায়। সঙ্গে প্রশিক্ষিত গাইড ও চালক থাকেন। তাঁরা জঙ্গলের পরিবেশ সম্পর্কেও অবগত থাকেন। তাই কতটা দূর থেকে জঙ্গল সাফারি করলে বন্যজন্তুর দেখা পাওয়া যাবে এবং তারা বিরক্তও হবে না, সেটা তাঁরা জানেন। সুতরাং, জঙ্গল সাফারিতে গিয়ে গাইডের কথা শুনলে খুব একটা বিপদের সম্মুখীন হতে হবে না।

কিন্তু এমন অনেক পর্যটক রয়েছেন, যাঁরা জঙ্গলের পরিবেশ সম্পর্কে খুব একটা অবগত নয়। শুনতে খারাপ লাগলেও, এমন অনেকেই রয়েছেন, যাঁরা বন্যপ্রাণী দেখে উত্তেজিত হয়ে পড়েন। অনেকেই রয়েছেন জোরে জোরে কথা বলেন, বন্যজন্তু দেখে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। এই ধরনের কাজকর্ম জঙ্গল সাফারিতে গিয়ে করলে চলবে না। বন্যপ্রাণীরা আজকাল মানুষ দেখে অভ্যস্ত। কিন্তু আপনি তাদের উত্যক্ত করলে পরিণাম খারাপই হবে। তাছাড়া বন্যজন্তুর খুব কাছে যেতে নেই। গাড়ির আওয়াজে, কোলাহলে তারা পালিয়ে যায়।

সুতরাং, জঙ্গল সাফারিতে গেলে আপনাকে জঙ্গলের পরিবেশ, নীরবতা বজায় রাখতে হবে। হুড খোলা জিপে গেলে তবেই জঙ্গল সাফারির মজা নিতে পারবেন। চুপটি করে শুধু বন্যজন্তু কর্মকাণ্ড দেখুন। গাইডের কথা শুনে চলুন। দেখবেন, আপনার জঙ্গল সাফারি মনের মতো হবে।

Next Article