Honeymoon Destination: মলদ্বীপ বা বালি খরচায় কুলোচ্ছে না? হানিমুনে যেতে পারেন দেশের এই দ্বীপে

TV9 Bangla Digital | Edited By: megha

Nov 27, 2023 | 12:41 PM

Places To Visit: বিয়েতে আর বেশি দিন বাকি নেই। বিয়ের দিন কীভাবে সাজব, সময়মতো সব দিকটা সামলে উঠতে পারব তো—এই চিন্তা সারাক্ষণ চলতে থাকে। তারই মাঝে সঙ্গীর সঙ্গে আলোচনা চলে হানিমুনে কোথায় যাওয়া হবে। তাছাড়া ডিসেম্বর বেড়াতে যাওয়ার সেরা সময়।

Honeymoon Destination: মলদ্বীপ বা বালি খরচায় কুলোচ্ছে না? হানিমুনে যেতে পারেন দেশের এই দ্বীপে

Follow Us

বিয়েতে আর বেশি দিন বাকি নেই। বিয়ের দিন কীভাবে সাজব, সময়মতো সব দিকটা সামলে উঠতে পারব তো—এই চিন্তা সারাক্ষণ চলতে থাকে। তারই মাঝে সঙ্গীর সঙ্গে আলোচনা চলে হানিমুনে কোথায় যাওয়া হবে। ডিসেম্বর বেড়াতে যাওয়ার সেরা সময়। তার উপর যদি সদ্য দাম্পত্য জীবন শুরু হয়ে থাকে, মধুচন্দ্রিমায় বেড়াতে যাওয়ার আরও রোম্যান্টিক হয়ে ওঠে। কিন্তু এই শীতকালে কোথায় যাবেন, এ নিয়ে নানা ভাবনা চলতে থাকে। দেশের মধ্যেই এই ৪ জায়গাকে বেছে নিতে পারেন আপনার হানিমুন ডেস্টিনেশন হিসেবে।

কাসোল: ডিসেম্বরের হানিমুন ডেস্টিনেশন হিসেবে বেশ জনপ্রিয় মানালি। কিন্তু মানালি বেশ ঘিঞ্জি হয়ে উঠছে দিন-দিন। এর চেয়ে মানালি থেকে ৩ ঘণ্টা দূরত্বে রয়েছে কাসোল। মধুচন্দ্রিমা সেখানে যেতে পারেন। ভারতের ‘মিনি ইজরায়েল’ বলা হয় এই শৈলশহরকে। বিয়াস নদীর তীর ছেড়ে পার্বতী উপত্যকায় কাটান ঘনিষ্ঠ মুহূর্ত। দুজনেই যদি অ্যাডভেঞ্চার ভালবাসেন, তাহলে কাসোল থেকে মালানা গ্রাম ও ক্ষীরগঙ্গায় ট্রেক করতে যেতে পারেন।

আউলি: এশিয়ার দীর্ঘতম রোপওয়ের স্বাদ জীবনসঙ্গীর সঙ্গে নিতে চান? যেতে পারেন আউলিতে। শীতকালে আউলি সাদা বরফের চাদরে ঢেকে যায়। বেশিরভাগ মানুষ ভিড় জমান স্কিংয়ের জন্য। তবে, আপনি আউলিতে ট্রেকিং থেকে ক্যাম্পিং সবই করতে পারবেন। ঝকঝক আকাশে দেখতে পাবেন নন্দাদেবী, চৌখাম্বার মতো একাধিক শৃঙ্গ।

মুন্নার: খুব একটা ঠান্ডা ভাল লাগে না? প্রচণ্ড ঠান্ডায় ভ্রমণ উপভোগ করতে পারেন না? তাহলে মধুচন্দ্রিমার জন্য বেছে নিন কেরলের মুন্নারকে। পশ্চিমঘাট পর্বতমালার কোলে অবস্থিত হওয়ায় মুন্নারে ডিসেম্বরে তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস থাকে। পাতলা সোয়েটার আর চা বাগানের মাঝে প্রেম জমে উঠবে মুন্নারে। সবুজের মাঝে সময় কাটাতে চাইলে বেছে নিন মুন্নারকে। আর থাকার জন্য চা বাগান সংলগ্ন হোটেলই বেছে নিন।

লাক্ষাদ্বীপ: স্বামী-স্ত্রী দুজনেরই সমুদ্র পছন্দ। কিন্তু এই মুহূর্তে বালি বা মলদ্বীপ যাওয়া সম্ভব নয়? কেরল ভ্রমণের খরচে ঘুরে আসতে পারেন লাক্ষাদ্বীপ। আগত্তি, আমিনি, আন্দ্রোট, বিত্রা, চেতলাট, কদমত, কালপেনি, কাভারত্তি, কিলতান ও মিনিকয়ের মতো একাধিক দ্বীপ রয়েছে, যেখানে আপনি সঙ্গীর সময় কাটাতে পারেন। তাছাড়া সার্ফিং, স্কুবা ড্রাইভিং, ওয়াটার স্কিং, কায়াকিংয়ের মতো ওয়াটার স্পোর্টসও উপভোগ করতে পারবেন।

Next Article