বুর্জ খলিফা, পাম জুমেরাই-এর পর দুবাইয়ের(Dubai) অন্যতম মনুষ্য নির্মিত কাণ্ডটি দেখলে মাথা ঘুরে যেতে বাধ্য! সমগ্র পৃথিবীর অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের কাছে এখন মূল আকর্ষণ হয়ে উঠেছে ‘ডিপ ডাইভ দুবাই’ (Deep Dive Dubai)— বিশ্বের সবচাইতে গভীর স্যুইমিং পুল (Deepest swimming pool in the world)। এই পুলে ডুব সাঁতার দেওয়া ব্যক্তিরা জানাচ্ছেন, স্যুইমিং পুলটি সম্পূর্ণভাবে অন্য মাত্রার অভিজ্ঞতা প্রদান করতে পারে! কত গভীর এই স্যুইমিং পুলটি? ৬০ মিটার বা ১৯৬ ফুট গভীর এই স্যুইমিং পুল যে কারও হৃদয়ে কাঁপুনি ধরিয়ে দিতে বাধ্য। পুলটি ১৪ মিলিয়ন লিটার (১ কোটি ৪০ লক্ষ লিটার) জল ধারণ করতে সক্ষম।
গত বছরেই স্যুইমিং পুলটির উদ্বোধন হয়েছে। তারপরেই একাধিক সাঁতারু ওই স্যুইমিং পুলের অন্দরের ছবি আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়! সবগুলি ছবিই ভাইরাল হয়েছে! স্যুইমিং পুলের গভীরতা বিস্ময় জাগিয়েছে দর্শকদের মনে। ফলে অতি দ্রুতই দুবাইয়ের এই ডিপ ডাইভ স্যুইমিং পুল হয়ে উঠেছে রোমাঞ্চলোভী পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।
বিশ্বের সবচাইতে বড় মল, আকাশচুম্বী অট্টালিকা তৈরির পরে দুবাই ফের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম তুলে ফেলেছে পৃথিবীর সবচাইতে গভীর স্যুইমিং পুল তৈরি করে।
আছেটা কী?
ইনডোর স্কুবা ডাইভিং করার জন্য আদর্শ এই পুল। এছাড়া স্যুইমিং পুলটি বিভিন্ন তলে বিভক্ত। একটি তলে রয়েছে দাবা খেলার ব্যবস্থা! আবার অন্য একটি তলে রয়েছে টেবিল ফুটবল খেলার আয়োজন। এখানেই শেষ নয়, জলের তলায় রয়েছে ফিল্ম স্টুডিও! এমনকতী রয়েছে মিডিয়া এডিটিং রুম! এরপরেও যদি আপনি বিস্মিত না হন তা হলে আপনার জানা উচিত এই ইনডোর পুলটি তৈরি হয়েছে ১৫০০ বর্গ মিটার বৃহৎ ঝিনুকের আকৃতির কাঠামোর মধ্যে! এমনকী এই কাঠামোর অন্দরে রয়েছে ডুবন্ত এবং পরিত্যক্ত এক শহর। ডুবুরিরা চাইলে এই শহরের আনাচে কানাচে রহস্যের সন্ধান করতে পারেন! জলের তলায় শীতল নৈঃশব্দ্যে অজানার মধ্যে আবিষ্কারের চাইতে বেশি রোমাঞ্চকর কী হতে পারে?
সবচাইতে বড় কথা পুলের তাপমাত্রাও নিয়ন্ত্রণ করা হয় বাইরে থেকে। সাধারণভাবে পুলের উষ্ণতা স্থির রাখা হয় ৩০ ডিগ্রি সেলসিয়াসে। ফলে ডুব সাঁতারুদের জলে সাঁতার কাটতে বেগ পেতে হয় না। সাধারণ ওয়েট স্যুট বা স্যুইম স্যুট পরলেই চলে। দুবাইয়ের রাজপুত্র শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম একজন পটু সাঁতারু। তিনিও এই স্যুইমিং পুলে ডুব সাঁতার দিয়েছেন বলে জানা গিয়েছে।