দিন দিন বুড়িয়ে যাচ্ছেন? স্নানের জলে জাস্ট এটা মিশিয়ে দিন, ম্যাজিক ঘটবে মিনিটেই
জলের মধ্যে কিছুটা পরিমাণ গোলাপ পাপড়ি দিয়ে জলটা ভাল করে ফুটিয়ে নিন। জল ফুটে গেলে, জলটি ছেঁকে নিয়ে ঠান্ডা করুন। একটি শিশির মধ্যে গোলাপের এই জল ঢেলে রেখে ফ্রিজে রেখে দিন।

আপনিও ইচ্ছে করলে ক্লিওপ্রেটা বা রানি পদ্মিণীর মতো গোলাপ ফুল (Rose) দিয়ে সেরে নিতে পারেন আপনার রূপটান। খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারেন গোলাপের পাপড়ি দিয়ে তৈরি নানারকম ফেসপ্যাক।
জলের মধ্যে কিছুটা পরিমাণ গোলাপ পাপড়ি দিয়ে জলটা ভাল করে ফুটিয়ে নিন। জল ফুটে গেলে, জলটি ছেঁকে নিয়ে ঠান্ডা করুন। একটি শিশির মধ্যে গোলাপের এই জল ঢেলে রেখে ফ্রিজে রেখে দিন। টোনার হিসেবে এটি ব্যবহার করতে পারেন। বাইরে থেকে ঘরে ফিরে ক্লান্ত ত্বককে তরতাজা করতে দারুণ কাজ করে ঘরে তৈরি এই গোলাপ জল।
পরিমাণমতো বেসন নিন। তার মধ্যে অল্প দুধ মিশিয়ে নিন। ঘরে তৈরি গোলাপজল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিতে পারেন। রোদে পোড়া ত্বক উজ্জ্বল করতে দারুণ কাজ করে এই ফেসপ্যাক।
অল্প পরিমাণ নারকেল তেলের সঙ্গে কয়েকটা গোলাপের পাপড়ি মিশিয়ে গরম করে নিন। ঠান্ডা হলে হাতে, পায়ে মেখে নিন। শুষ্ক ত্বকের পক্ষে এটি খুবই উপকারি।
