AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রেস্তোরাঁ ভুলে যান, বাড়িতেই বানান ফিশ কবিরাজি, মাত্র ৫ মিনিটেই!

কবিরাজি নামটা শুনলেই জিভে জল চলে আসে। তবে সব সময় তো আর রেস্তরাঁয় যাওয়া যায় না। তাই বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারেন সুস্বাদু ফিশ কবিরাজি। সময় লাগবে মাত্র ৫ মিনিট।

রেস্তোরাঁ ভুলে যান, বাড়িতেই বানান ফিশ কবিরাজি, মাত্র ৫ মিনিটেই!
Image Credit: Social Media
| Updated on: Jul 04, 2025 | 6:15 PM
Share

কবিরাজি নামটা শুনলেই জিভে জল চলে আসে। তবে সব সময় তো আর রেস্তরাঁয় যাওয়া যায় না। তাই বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারেন সুস্বাদু ফিশ কবিরাজি। সময় লাগবে মাত্র ৫ মিনিট।

যা যা লাগবে—

ভেটকি মাছের ফিলে ৪০০ গ্রাম, পেঁয়াজ ২০০ গ্রাম, আদা, রসুন ৩ চামচ, পুরের জন্য রুই মাছ ২০০ গ্রাম, ধনেপাতা, পুদিনা পাতা এক আঁটি, নুন, চিনি, তেল পরিমাণমতো, বিস্কুটগুঁড়ো ৩০০ গ্রাম, অ্যারারুট ১০০ গ্রাম।

এভাবে তৈরি করুন—

ভেটকি মাছের ফিলেগুলি লেবুর জলে ধুয়ে জল ফেলে দিয়ে, আদা, রসুন, পেঁয়াজবাটা দিয়ে ভিজিয়ে রাখুন। রুই মাছ সেদ্ধ করে জল ফেলে দিয়ে তুলে রাখুন। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভাজুন এবং পেঁয়াজ লাল হলে আদা এবং রসুনবাটা দিয়ে নাড়তে থাকুন। মশলা ভাজা হলে মাছ দিয়ে নাড়তে থাকুন এবং নুন, মিষ্টি, ধনেপাতা, পুদিনা পাতা দিয়ে নেড়ে নামিয়ে রাখুন। পুর তৈরি। এবার ওই ফিলে একটু নুন মাখিয়ে একটা করে ফিলেতে পুর ও বিস্কুটগুঁড়ো মাখিয়ে ডিমের গোলার মধ্যে ডুবিয়ে সাবধানে তুলে আবার বিস্কুটগুঁড়ো মাখিয়ে তেলে ভাজুন। টম্যাটো সসের সঙ্গে পরিবেশন করুন।