AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টাক মাথাতেও গজাবে চুল, ধুতরো ফুলের এমন ব্যবহার জানলে চমকে যাবেন

ধুতরো ফুল ও পাতায় থাকে স্কোপোলেটিন নামের একটি যৌগ , যা কিনা অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর। এমনকী, এর মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল গুণও। ধুতরোর এই গুণে চুলের গোড়া মজবুত হবে এবং পুষ্টি জোগাবে।

টাক মাথাতেও গজাবে চুল, ধুতরো ফুলের এমন ব্যবহার জানলে চমকে যাবেন
Image Credit: Social Media
| Updated on: Aug 07, 2025 | 6:06 PM
Share

ধুতরো ফুল শিবের খুব প্রিয়। শিবপুজোয় তাই ধুতরো চাই-ই চাই! অন্যদিকে ধুতরো ফলে বিষাক্ত উপাদান আছে বলে সতর্কও করা হয়। তবে বিশেষজ্ঞরা বলেন, ধুতরো ফুল ও পাতায় রয়েছে ম্যাজিক গুণ। যা নাকি চুলের সমস্য়া দূর করে মাত্র একসপ্তাহেই!

ধুতরো ফুল ও পাতায় থাকে স্কোপোলেটিন নামের একটি যৌগ , যা কিনা অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর। এমনকী, এর মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল গুণও। ধুতরোর এই গুণে চুলের গোড়া মজবুত হবে এবং পুষ্টি জোগাবে। শুধু তাই নয়, মাথার ত্বকের যে কোনও সংক্রমণজনিত সমস্যা দূর করতে সাহায্য করে।

তবে ধুতরো ফুল ও পাতা ব্যবহার করারও নিয়ম রয়েছে। প্রথমে ধুতরো ফুল বা পাতা ভাল করে ধুয়ে শুকিয়ে নিতে হবে। শুকনো পাতা গুঁড়ো করে তা নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে মাথার ত্বক ও চুলে ভাল করে মালিশ করতে হবে। তবে একটা বিষয়ে সতর্ক থাকুন, ধুতরো পাতার নির্যাস কিন্তু কম পরিমাণে তেলে মেশাতে হবে। না হলে উপকারের বদলে, অপকারই বেশি হবে।

সপ্তাহে অন্তত, তিন দিন এই তেল ব্যবহার করুন। আধঘণ্টা মতো রেখে উষ্ণ জলে শ্যাম্পু করে নিন। দেখবেন, ঝকঝকে হয়ে উঠবে চুল এবং চুল পড়াও বন্ধ হয়ে যাবে। তবে হ্যাঁ, প্রথমবার ধুতরো ব্যবহার করে যদি অ্য়ালার্জি হয়, তাহলে সঙ্গে সঙ্গেই ধুয়ে ফেলুন।