টুইঙ্কলের নতুন সাজ, ওয়ার্ড্রব রিসাইকেল করে মিক্স অ্যান্ড ম্যাচই এখন অভিনেত্রীর পছন্দ

Sohini chakrabarty |

Feb 07, 2021 | 8:46 PM

পুরনো পোশাক মিক্স অ্যান্ড ম্যাচ করে নতুন লুক পেতে পারেন আপনি।

টুইঙ্কলের নতুন সাজ, ওয়ার্ড্রব রিসাইকেল করে মিক্স অ্যান্ড ম্যাচই এখন অভিনেত্রীর পছন্দ
টুইঙ্কেল খান্নার ফ্যাশন স্টেটমেন্ট

Follow Us

আলমারির পুরনো জামাকাপড় মিক্স অ্যান্ড ম্যাচ করে পরাই এখন ফ্যাশন ট্রেন্ড। সদ্যই ইনস্টাগ্রামে এই নিয়ে পোস্ট করেছেন টুইঙ্কল খান্নাও। তিনি পরেছেন ঢিলেঢালা একটা প্লাজো বা হারেম প্যান্ট জাতীয় প্যান্ট। সঙ্গে লং কুর্তি আর দোপাট্টা। দেখে বোঝাই যাচ্ছে যে, কোনও এক সেটের জামা নয় এগুলো। তবে মিক্স অ্যান্ড ম্যাচ করে পরে টুইঙ্কলকে কিন্তু লাগছিল বেশ। খোলা চুল, কপালে ছোট লাল টিপ আর হাতে জাঙ্ক জুয়েলারির একটা মোটা বালা—– সব মিলিয়ে টুইঙ্কলের সাজ ছিল একদম মানানসই।

এমন মিক্স অ্যান্ড ম্যাচ করে সাজতে পারেন আপনিও। এমনিতেও করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে দীর্ঘদিন শপিং মল এবং অন্যান্য দোকানপাট বন্ধ ছিল। তাই সেভাবে মনমতো শপিং করতে পারেননি অনেকেই। অতএব আলমারির পুরনো জামাকাপড়ই ভরসা। তাই সেগুলোকেই মিক্স অ্যান্ড ম্যাচ করে নতুন লুক পেতে পারেন আপনি।

কীভাবে কী পরবেন?

১। গাঢ় রঙের প্লাজো প্যান্ট থাকলে ওয়ার্ড্রবের হাল্কা রঙের কুর্তিগুলো পরে ফেলুন। যদি লং শার্ট থাকে তাহলে বোতাম খুলে সেটাও পরতে পারেন। ভিতরে পরুন প্রিন্টেড কোনও শর্ট টি-শার্ট।

২। ক্রপ টপ দিয়েও প্লাজো প্যান্ট পরতে পারেন। সঙ্গে নিতে পারেন স্কার্ফ বা দোপাট্টা। প্রিন্টেড স্কার্ফ বা দোপাট্টা নেওয়াই ভাল। যদি প্লাজো এক রঙের হয় এবং ক্রপ টপও এক রঙের হয়, তাহলে পমপম লাগানো দোপাট্টা নিতে পারেন।

৩। যেকোনও পুরনো কুর্তির একটু রঙ চটে গেলে, বা সুতোর কাজ থাকলে সামান্য সেটা ফেঁসে গেলে, অনেকসময়ই সেটা আমরা বাতিল করে দিই। তবে এই জামাও পুনরায় পরা যায়। এইসব কুর্তির সঙ্গে জমকালো দোপাট্টা নিয়ে নিন। আর সঙ্গে পরুন গাঢ় লেগিংস বা কোনও গাঢ় এক রঙের প্যান্ট।

৪। পুরনো ওড়নাকেও জরির বর্ডার বা পমপম লাগিয়ে একদম নতুন লুক দেওয়া যায়। সুতি বা সিল্কের ওড়নায় সুতোর কাজ করিয়ে নিতে পারেন। বা কোনও ডিজাইন আঁকিয়েও নিতে পারেন কাউকে দিয়ে।

৫। যদি পুরনো জিনস থাকে তাহলে সেটাকে পছন্দমতো জায়গায় কেটে নিয়ে টর্ন জিনস বানিয়ে নিন। সঙ্গে পরে ফেলুন টপ বা শার্ট। গোড়ালি অবধি কেটে অ্যাঙ্কেল লেংথ জিনসও বানিয়ে নিতে পারেন। তার সঙ্গে পরুন লং কুর্তা। আর কোনও কাজ করা জ্যাকেট।

৬। শাড়ি দিয়ে সালোয়ার বানানো তো বহুদিনের চল। এবার নতুন ভাবে ঘেরওয়ালা লং স্কার্ট তৈরি করতে পারেন। সঙ্গে লাগিয়ে নিন গর্জাস একটা বর্ডার। পরতে পারেন জমকালো কোনও বেল্ট।

৭। যদি কুর্তি-লেগিংস বা প্লাজো-শর্ট কুর্তা আপনার পছন্দের পোশাক হয়, সেক্ষেত্রে নতুন লুক দিতে চাইলে পরে ফেলুন একটা দোপাট্টা বা স্কার্ফ। ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গে ট্র্যাডিশনাল জ্যাকেট কিংবা ওড়না-স্কার্ফ একদম নতুন লুক দেয়।

৮। শাড়ির সঙ্গে ক্রপ টপ, জ্যাকেট ব্লাউজ এখন ফ্যাশনে ট্রেন্ডিং। আজকাল ফ্যাশনেবল ব্লাউজের সঙ্গে অনেকে বেল্টও পরেন। সিম্পল কোনও শাড়ি থাকলে জমকালো ব্লাউজ পরে নিন। অথবা আঁচলের অংশে লাগিয়ে নিন গর্জাস বর্ডার।

Next Article