ভ্যাকসিন নিয়ে ফেলেছেন? তাহলে পোর্তুগালের এই দ্বীপে বেড়াতে গেলে প্রয়োজন নেই কোভিড টেস্টের

Sohini chakrabarty |

Mar 11, 2021 | 2:57 PM

পোর্তুগালের এই স্বশাসিত (অটোনমাস) দ্বীপ মাদেরিয়া ২০২০ সালে 'ইউরোপের লিডিং আইল্যান্ড ডেস্টিনেশন'- এর খেতাব জিতে নিয়েছে।

ভ্যাকসিন নিয়ে ফেলেছেন? তাহলে পোর্তুগালের এই দ্বীপে বেড়াতে গেলে প্রয়োজন নেই কোভিড টেস্টের
পোর্তুগালের স্বশাসিত দ্বীপ মাদেরিয়া এখন পর্যটকদের কাছে 'হট ফেভারিট' ট্র্যাভেল ডেস্টিনেশন।

Follow Us

করোনার কারণে এখন বেড়াতে যাওয়া মানেই হাজার ঝামেলা। আর বিদেশ হলে তো কথাই নেই। অনেক জায়গায় তো এখনও পর্যটন চালুই হয়নি। আর যেখানে যেখানে পর্যটকদের যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, সুরক্ষার স্বার্থে সেখানে রয়েছে নিয়মের বেড়াজাল।

কিন্তু এই প্যান্ডেমিক পরিস্থিতিতেও আশার বাণী শুনিয়েছে মাদেরিয়া। পোর্তুগালের এই স্বশাসিত দ্বীপে যেতে হলে আপনাকে প্রমাণ দিতে হবে যে, আপনি ভ্যাকসিন নিয়েছেন। ‘ভ্যাকসিনেটেড’ অর্থাৎ ভ্যাকসিনেশন হয়ে গিয়েছে মানে আপনি টিকা নিয়ে ফেলেছেন, এই নথি জমা দিতে পারলেই মিলবে মাদেরিয়া যাওয়ার ছাড়পত্র।

আরও পড়ুন‘ভ্যাকসিন পাসপোর্ট’ আসলে কী, কোন কাজে লাগবে এই নথি? জানুন খুঁটিনাটি

মাদেরিয়া- তে প্রবেশের আরও কিছু নিয়মাবলী রয়েছে। সফলভাবে সেইসব উতরে যেতে পারলে এবং টিকাকরণের সঠিক প্রমাণপত্র জমা দিতে পারলে পোর্তুগালের এই দ্বীপে বেড়াতে যাওয়ার জন্য আপনাকে আর কোভিড টেস্ট করাতে হবে না। তবে আপনি যে ভ্যাকসিনে দুটো ডোজ নিয়ে ফেলেছেন, তাঁর সঠিক তারিখ জানাতে হবে মাদেরিয়া প্রশাসনকে। সফরের আগে Madeirasafe.com– এই অ্যাপে সমস্ত নথিপত্র জমা দিতে হবে পর্যটকদের।

অফিশিয়াল একটি ভ্যাকসিনেশন সার্টিফিকেটে পর্যটককে লিখতে হবে কোন তারিখে প্রথম এবং কোন দিন দ্বিতীয় ডোজ নেওয়া হয়েছে। প্রতিটি টিকাকরণের ইউমিউনাইজেশন পিরিয়ডেরও উল্লেখ থাকতে হবে ওই সার্টিফিকেটে। এর সঙ্গে এমন পর্যটকদেরও মাদেরিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হবে, যাঁদের কোভিড হয়ে গিয়েছে। সেক্ষেত্রে শর্ত একটাই, সফরের ৯০ দিন আগে ওই পর্যটক যে সুস্থ হয়ে গিয়েছে, সেই ফিট সার্টিফিকেট জমা দিতে হবে।

পোর্তুগালের এই স্বশাসিত (অটোনমাস) দ্বীপ মাদেরিয়া ২০২০ সালে ‘ইউরোপের লিডিং আইল্যান্ড ডেস্টিনেশন’- এর খেতাব জিতে নিয়েছে। World Travel Awards- এ এই খেতাব ঘোষণা করা হয়েছিল। গত আট বছরের মধ্যেই সাতবারই এই পুরস্কার জিতে নিয়েছে মাদেরিয়া, যাকে বলা হয় ‘ পার্ল অফ দ্য অ্যাটলান্টিক’। বোটানিক্যাল গার্ডেন, ওয়াইন, নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য— এইসবের জন্যই ট্র্যাভেল ডেস্টিনেশন হিসেবে জনপ্রিয় হয়েছে মাদেরিয়া। এছাড়াও এখানে রয়েছে হাইকিং করার সুযোগ। পাশাপাশি রয়েছে কালো বালির বিচ।

যাঁরা এখনও ভ্যাকসিন নেননি বা পাননি, তাঁরাও মাদেরিয়ায় সফর করতে পারবেন। তবে সেক্ষেত্রে কোভিড নেগেটিভ রিপোর্ট জমা দেওয়ার পাশাপাশি মাদেরিয়ায় প্রবেশের জন্য প্রশাসনের তৈরি করা অন্যান্য শর্তাবলীও সঠিকভাবে মেনে চলতে হবে। এক্ষেত্রে যে কোভিড নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে, সেই পরীক্ষা-নিরীক্ষা এয়ারপোর্টে বোর্ডিং করার ৭২ ঘণ্টা আগে করাতে হবে। যদি কেউ বিনা কোভিড টেস্ট রিপোর্টে বিমানবন্দরে চলে আসেন, সেক্ষেত্রে এয়ারপোর্টেই কোভিড টেস্ট করানোর ব্যবস্থা রয়েছে। তবে ডেস্টিনেশনে পৌঁছে গেলেও রিপোর্ট আসা না পর্যন্ত ওই পর্যটককে কোয়ারেন্টাইনে থাকতে হবে।
Next Article