এই এই খাবারেই ভাঙুন শিবরাত্রির উপোস, যা খেতেও সুস্বাদু
utsha hazra |
Mar 11, 2021 | 2:48 PM
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। প্রতিদিন কোনও না কোনও উপোস লেগেই আছে। উপবাসের দিন কী খাবেন কিছুদিন ঠিক করে উঠতে পারছেন না। আপনাদের জন্য রইল ব্রত স্পেশ্যাল খাবারের তালিকা।
1 / 9
নরম, স্পঞ্জি ধোকলা যে কোনও উপবাসে খাওয়া যেতেই পারে। বেসন দিয়ে তৈরি ধোকলা খেতেও সুস্বাদু
2 / 9
রোল সহজে খাওয়াও যায় এবং পেটও ভর্তি রাখে। উপোসের দিন পনির রোল মেনুতে রাখতেই পারেন।
3 / 9
ব্রতর দিন সম্পূর্ণ নিরামিষ খাওয়ার চলই এতদিন চলে আসছে। চালের খিচুড়ি তাই না চললেও সাবু দিয়ে সুস্বাদু খিচুড়ি খেতেই পারেন।
4 / 9
দোসা যদিও দক্ষিণী খাবার হিসাবেই পরিচিত। তবুও সহজপাচ্য হিসাবে ব্রতর দিন খেতে পারেন দোসা।
5 / 9
মিষ্টি আলুর তরকারি অনেকেই পছন্দ করেন না। কিন্তু মিষ্টি আলুর চাট ভাল করে ছোলা, লেবু দিয়ে বানানো হয় তাহলে দারুণ লাগবে খেতে।
6 / 9
উপোসের দিন আলুর দম খেতে খেতে আর ভাল লাগছে না? তাহলে ট্রাই করতে পারেন এই দই আলুর রেসিপি।
7 / 9
কুট্টু ছিলা সেটাকে বাংলায় গোলা রুটিও বলতে পারেন। খুব সহজোই বানিয়ে ফেলতে পারেন গোলারুটি। যা খেতেও দারুণ।
8 / 9
সাবু দিয়ে বড়া স্ন্যাক্স হিসাবে খেতে পারেন উপোসের দিন। এই বড়া বানানোও ভীষণ সহজ।
9 / 9
মনটা মিষ্টি মিষ্টি করছে। কিন্তু রসগোল্লা আর সন্দেশ খেতেও ইচ্ছে করছে না। উপোসের দিন চেখে দেখতে পারেন ক্ষীর দই।