কেউ সবে অষ্টাদশী, কেউ আবার মেরে কেটে পঁচিশ। নাবালকত্বের গন্ডিও পার হননি কেউ কেউ। তবে স্টাইল স্টেটমেন্টে এই বয়সেই চমকে দেবেন ওঁরা। ওঁরা অর্থাৎ বলিপাড়ার স্টারকিডেরা। প্রেম দিবসে আপনার স্টাইল আইকন হয়ে উঠতে পারেন শানায়া–সুহানা–অনন্যারাই। কী সাজবেন? কী সাজবেন না? – হদিশ রইল স্টারকিডদের ওয়াড্রবের।
অনন্যা পাণ্ডে– তাঁকে যদিও শুধুই স্টারকিড বলা চলে না। বলিউডে নিজের পরিচয়ও ক্রমশ পাকা করছেন তিনি। ভ্যালেন্টাইন্স ডে’র দোরগোড়ায় আপনি অনুসরণ করতে পারেন অনন্যার ফ্যাশন স্টেটমেন্ট। হাল্কা শীতের সন্ধেতে আপনার পোশাক হতে পারে সবসময়েই ট্রেন্ডে ইন এলবিডি (লিটল ব্ল্যাক ড্রেস)। সঙ্গে থাকুক খোলা চুল, নুড লিপস্টিক আর স্মোকি আই।
শানায়া কাপুর– পরিচয়ে সঞ্জয় কাপুরের মেয়ে। তবে বলিউডের গুঞ্জন বলছে খুব শীঘ্রই নাকি বলি অভিষেক হতে চলেছে তাঁর। ইতিমধ্যে ইনস্টাগ্রামে স্বনামে ব্লুটিক হাসিল করেছেন তিনি। সেখানে ভক্তসংখ্যাও নেহাত কম নয়। যদি আপনি দিনের বেলা ঘুরতে যাওয়ার প্ল্যানে থাকেন তবে ডিপ নেকলাইন দিয়ে প্যাস্টেল কালারড অথবা উজ্জ্বল হলুদ রঙের মিনি ড্রেস পরতে পারেন। দুল পরবেন না। গলায় পরতে পারেন ছোট্ট পেনডেন্ট দেওয়া সরু চেন। বুট হিলস ট্রাই করতে পারেন। উইনগড আইলাইনার এ ক্ষেত্রে আপনার সঙ্গী হতে পারে।
সুহানা খান– সেলেব থেকে সাধারণ—টিউব টপ কিন্তু এখন ফ্যাশনে ভীষণ ইন। শরীর নিয়ে যদি বিশেষ ছুঁৎমার্গ না থাকে তবে প্রেমের দিনে পরেই ফেলুন এই টপ। সঙ্গে ডেনিম জিন্স। গায়ে একটা ভাল লেদার জ্যাকেট চাপিয়ে নিতে পারেন। লুকস হবে ট্রেন্ডি। যাতায়াতেও সুবিধে হবে।