বলিউডের ফ্যাশানিস্তা বলতে একজনকেই বোঝায়। তিনি হলেন সোনম কাপুর আহুজা। হিন্দি ফিল্ম অ্যাওয়ার্ডের মঞ্চে কিংবা কান ফেস্টিভ্যালে, সর্বত্র সোনমের ফ্যাশান সেন্স নিয়ে চর্চা হয়। সম্প্রতি একটি ফটোশ্যুটে চোখধাঁধানো পোজিংয়ে ফ্যাশান ওয়ার্ল্ডে নজর কাড়লেন অনিল-কন্যা। যাঁরা মডেল দুনিয়ায় পা রাখতে চান বা আছেন, তাঁরা সোনমের পোজিং স্কিল ফলো করতে পারেন।
কলকাতার এক ডিজাইনারের পোশাকের জন্য সম্প্রতি একটি ফটোশ্যুটের কাজ শেষ করেছেন। ডিজাইনার ক্যাপ ও জ্যাকেটের ঝড় তুলে মডেলিং দুনিয়ায় পোজের ভাষাকে অন্য মাত্রা দিলেন তিনি।
নামী ডিজাইনারদের প্রথম পছন্দ সোনম কাপুর। কারণ তিনি নিজে সাজতেও ভালবাসেন, নতুন ধরণের ডিজাইনের পোশাক পরতেওএ তাঁর না নেই। সেই নিয়ে বহুবার বিতর্কের মুখোমুখিও হয়েছেন। বলিউডে সিনেমার কাজে ব্যস্ততা না থাকলেও ফ্যাশান ওয়ার্ল্ডে একের পর এক ছবি পোস্ট করেই যাচ্ছেন সোনম।
ফ্যাশান নিয়ে গবেষণা করতে পছন্দ করেন সোনম। ডেনিমের উপর বোহো জ্যাকেট, ব্লু জিনসের সঙ্গে এমব্রয়ডারির জ্যাকেট, আধুনিকটার মধ্যেই ক্লাসিক লুক, মিক্সম্যাচ- সব কিছু নিয়েই ফটোশ্যুটে জাস্ট মাতিয়ে দিয়েছেন তিনি। আপনিও পারবেন সোনম কাপুরে এই ক্লাসিক লুকে নজর কাড়তে। তার আগে দেখতে হবে সোনম কাপুরের সাম্প্রতিক ফটোশ্যুটগুলি।