Green Tea for Hair: গ্রিন টি শুধু শরীরের যত্নেই নয়, চুলের হাজার সমস্যাতেও কাজ করে ম্যাজিকের মতো
Hair Care Tips: চুলের যত্নে ব্যবহৃত চায়ের পাতা বা লিকার চা ম্যাজিকের মতো কাজ করে। একদিকে চুল পড়া কমায়, পাশাপাশি চুলের বৃদ্ধি ভাল হয়। লিকার চা ছাড়াও চুলে যদি গ্রিন টি (Green Tea) লাগান, তা হলে নানা সমস্যা থেকে মুক্তি পাবেন।

নিজেকে চা লাভার বলেন, আর চা খাওয়ার পর পাতা ফেলে দেন? এখানেই করেন ভুল। এ বার থেকে চা হয়ে যাওয়ার পর চায়ের পাতা ফেলবেন না। তা দিয়ে চুল ধুয়ে নিলে নানা উপকার হয়। চুলের যত্নে ব্যবহৃত চায়ের পাতা বা লিকার চা ম্যাজিকের মতো কাজ করে। একদিকে চুল পড়া কমায়, পাশাপাশি চুলের বৃদ্ধি ভাল হয়। লিকার চা ছাড়াও চুলে যদি গ্রিন টি (Green Tea) লাগান, তা হলে নানা সমস্যা থেকে মুক্তি পাবেন। গ্রিন টি শুধু স্বাস্থ্যের জন্য নয়, চুলের সৌন্দর্য রক্ষাতেও দারুণ কার্যকর। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যাফেইন ও ভিটামিন চুলের নানা সমস্যার সমাধানে ও চুলের যত্নে (Hair Care) সাহায্য করে। নিম্নে বিস্তারিত আলোচনা করা হল।
চুলে গ্রিন টি লাগানোর উপকারিতা —
চুল পড়া কমায় – গ্রিন টিতে থাকা ক্যাটেচিন হরমোনের কারণে হওয়া চুল পড়া কমাতে সাহায্য করে।
চুলের বৃদ্ধি বাড়ায় – এর অ্যান্টিঅক্সিডেন্ট রক্ত সঞ্চালন বাড়ায়, ফলে চুলের গোড়ায় পুষ্টি পৌঁছে দ্রুত চুল গজাতে সাহায্য করে।
চুলে উজ্জ্বলতা আনে – নিয়মিত ব্যবহার করলে চুল স্বাভাবিকভাবেই মসৃণ ও ঝলমলে হয়।
খুশকি কমায় – এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান মাথার ত্বকে জমে থাকা খুশকি দূর করতে সাহায্য করে।
তৈলাক্তভাব নিয়ন্ত্রণ করে – গ্রিন টি মাথার ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে, ফলে চুল আঠালো হয় না।
চুলের ভাঙন রোধ করে – গ্রিন টি-তে থাকা ভিটামিন বি কমপ্লেক্স ও প্রোটিন চুলের ডগা ফাটা ও ভাঙা কমায়।
অকালপক্কতা আটকায় – গ্রিন টি এর অ্যান্টিঅক্সিডেন্ট চুলের কোষকে রক্ষা করে। তাই চুল অকালেই সাদা হওয়ার প্রবণতা কমে।
চুল ঘন দেখায় – গ্রিন টি স্ক্যাল্পের স্বাস্থ্য ভাল রাখে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। যার ফলে চুল ঘন দেখায়।
চুলে গ্রিন টি কীভাবে ব্যবহার করবেন? প্রথমে ২–৩ কাপ গ্রিন টি ফুটিয়ে ঠান্ডা করে নিন। এ বার শ্যাম্পু করার পর চুলে ওই গ্রিন টি দিয়ে ধুয়ে নিন। চাইলে অ্যালোভেরা জেল বা লেবুর রস মিশিয়েও লাগাতে পারেন।
