গরমে কলা হোক আপনার ফুড হ্যাবিটের অন্যতম সেরা উপাদান

utsha hazra |

Jun 04, 2021 | 1:29 PM

কলাতে অ্যাসিডের পরিমাণ কম থাকে। আপনার ব্রেকফাস্টে যদি কলা থাকে তাহলে অ্যাসিডিটি, মাথা ধরা কিংবা পায়ে ক্র‍্যাম্প পড়ে যাওয়ার মতো সমস্যাগুলোর দারুণ সমাধান করতে পারে।

গরমে কলা হোক আপনার ফুড হ্যাবিটের অন্যতম সেরা উপাদান
প্রতিকী ছবি

Follow Us

আপনি কলাকে কি অবহেলা করেন? রোজকার খাদ্যাভ্যাসে এই ফলকে কি একটু দূরেই সরিয়ে রাখেন? তেমনটা করে থাকলে কিন্তু বলতেই হচ্ছে, আপনি ভুল করছেন। কেন বলছি এ কথা? আচ্ছা বেশ তাহলে জেনে নিন কলার গুণাবলীর বিষয়ে।

কলাতে অ্যাসিডের পরিমাণ কম থাকে। আপনার ব্রেকফাস্টে যদি কলা থাকে তাহলে অ্যাসিডিটি, মাথা ধরা কিংবা পায়ে ক্র‍্যাম্প পড়ে যাওয়ার মতো সমস্যাগুলোর দারুণ সমাধান করতে পারে।

শরীরে থাইরয়েড হরমোনের ঘাটতি হলে এনার্জির প্রবল ঘাটতি ঘটে। যা আপনার সারাদিনের কাজে ভীষণভাবে প্রভাব ফেলে। তাই দুপুরের খাদ্য তালিকায় অবশ্যই কলাকে সঙ্গী করুন। দেখুন কেমন ফুরফুরে থাকে শরীর ও মন।

যেহেতু কলা হজম করাটা সহজ, তাই শিশুদের খাদ্যতালিকাতেও কলাকে অবশ্যই রাখুন। দুধের সঙ্গে কলার কম্বিনেশন কিন্তু ছোটদের জন্য ভীষণ উপযোগী।

আরও পড়ুন:এথনিক পোশাকে মজেছেন নিশা! লকডাউনের পর ট্রাই করতে পারেন আপনিও

 যাঁরা সারাদিনে ভীষণ কম খান। কিংবা সারাদিনে অফিস বা কাজের ভীষণ চাপ, তাঁদের জন্য কলার মতো আদর্শ খাবার খুব কমই আছে। বিশেষ করে যাঁরা পড়াশোনা বা কাজের জন্য রাত জাগেন তাদের জন্য তো বটেই। আর ব্যস্ত অনলাইন ক্লাসের মাঝে কলার মতো সহজলোভ্য আর পুষ্টিকর খাবার আর কীই বা হতে পারে!
আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, যাঁরা নিয়মিত শরীরচর্চা, ওয়ার্কআউট কিংবা খেলাধুলো করেন, তাঁদের জন্য কলার বিকল্প সত্যিই মেলা ভার। তাইতো খেলোয়াড়দের সবসময়ের সঙ্গী এই কলাই।

Next Article